রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে অপহৃত নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে (২৬) পাবনা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণে জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদরের মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১২ এর যৌথ অভিযানিক দল চিকিৎসককে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইংয়ের ল্যান্স করপোরাল শরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে তানজিম খান তাজ ওরফে নীরব (৩০), তার সহযোগী পাবনার সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহীদ মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বড়ংগাইল গ্রামের মো. সোলায়মানের ছেলে সজিব হোসেন (২৩) ও পাবনার সুজানগর উপজেলার বদনপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মিয়ার ছেলে মাইক্রোবাস চালক আশরাফুল ইসলাম (৩৫)।
আর অপহৃত নারী চিকিৎসক রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকার আবু তাহের মো. খুরশীদের মেয়ে। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে ডেন্টাল (বিডিএস) কোর্স সম্পন্ন করেছেন।
গত সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তার বাবা খুরশিদ ও তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি প্রেমঘটিত বলে জানায় পুলিশ। পরে তার বাবাকে সিরাজগঞ্জে পাওয়া যায়।
র্যাব জানায়, গোপন সংবাদে যৌথ দল অভিযান চালায়। এসময় আসামিদের গ্রেফতার ও অপহৃত নারীকে উদ্ধার করা হয়। এছাড়া অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
র্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইংয়ের ল্যান্স করপোরাল শরিফ উদ্দিন বলেন, ভিকটিমকে তদন্ত কর্মকর্তার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের চন্দ্রিমা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।