Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীতে বিচারাধীন মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আসামিদের পক্ষ নিয়ে মামলার বাদী সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করায় রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

গত ১২ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয় জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে মামলার ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করার অভিযোগটি প্রমাণিত হয়েছে। এ ছাড়া তার কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ীর জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

এ বিষয়ে সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন জানান, ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের চিঠি এখনও হাতে পাননি। তবে তাকে বরখাস্ত করা হয়েছে- এমন কথা শুনেছেন।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসাদুজ্জামান রিপন বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও জবাব দেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রিজ থাকলেও নেই রাস্তা, ভোগান্তি চরমে

রাজবাড়ীর মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীতে বিচারাধীন মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আসামিদের পক্ষ নিয়ে মামলার বাদী সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করায় রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

গত ১২ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয় জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে মামলার ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করার অভিযোগটি প্রমাণিত হয়েছে। এ ছাড়া তার কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ীর জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

এ বিষয়ে সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন জানান, ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের চিঠি এখনও হাতে পাননি। তবে তাকে বরখাস্ত করা হয়েছে- এমন কথা শুনেছেন।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসাদুজ্জামান রিপন বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও জবাব দেননি।