রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের মৃগী-নারুয়া সড়কের বড় ঘি-কমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন – কালুখালী উপজেলার সাওরাইল গ্রামের ভ্যানচালক মো. হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর আনুমানিক ২টার দিকে আরএফএল কোম্পানির পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৩৪৯) নারুয়া থেকে কালুখালীর মৃগী যাওয়ার পথে এবং ব্যাটারিচালিত ভ্যানে চালক মো. হাসেম মণ্ডল, ভ্যানচালকের মেয়ে হালিমা বেগম ও বিউটি আক্তার নারুয়া বাজারে ব্যাংকে যাওয়ার পথে বড়ঘি-কমলা বাজার মোড় এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যান এবং অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই হালিমা বেগম মারা যান। গুরুতর আহত ভ্যানচালক হাসেম মণ্ডলকে তাৎক্ষণিক পাংশা হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ সময় আহত বিউটি আক্তারকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
রাজবাড়ী জেলা প্রতিনিধি 























