Dhaka বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দল গঠন করছেন থালাপতি বিজয়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ২২৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অভিনয় শিল্পীদের রাজনীতিতে নাম লেখানো নতুন নয়। এবার রাজনীতির মাঠে নামছেন তামিল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। জানা গেছে, নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এই অভিনেতা।

শিগগিরই বিজয়ের রাজনৈতিক দলের নাম ঘোষনা করে হবে। ইতেমধ্যে এই নতুন দলের ২০০ সদস্য বিজয়কে সভাপতি হিসেবে মনোনিত করেছে।

নতুন দলের সদস্যদের মধ্যেই একজন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনে নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে বলেও জানা গেছে।

২০২৬ সালে তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা। যদিও দলের নাম জানা যায়নি এখনও, তবে সূত্রের খবর, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে রাখা হবে দলের নাম।

বিজয়ের ফ্যান গ্রুপ বিজয় মক্কালা আইয়াক্কাম বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এটি এখন পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপান্তর হতে যাচ্ছে। তারকার রাজনৈতিক দলটি কেরালা, কর্ণাটকসহ তামিলনাড়ুর বাইরেও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যে দল গঠনের প্রস্তুতি প্রায় শেষ। দল গঠনে প্রশাসনিক কাজ গুছিয়ে নেয়া হচ্ছে। একশ জনের বেশি নাগরিকের কাছ থেকে আধার কার্ড, ভোটার আইডি ও হলফনামা সংগ্রহ করা হয়েছে। হলফনামায় তারা জানিয়েছে, তারা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়। এসব কাগজপত্র শিগগিরই নিবাচন কমিশনে জমা দেয়া হবে।

প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনেতা রজনীকান্তের পরই দ্বিতীয় সুপারস্টার বলা হয় বিজয়কে। দাপুটের সঙ্গে দক্ষিণী সিনেমায় কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজনীতে আসার ইচ্ছা ছিল তার। আর আগে থেকে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত এ তারকা। বিভিন্ন সময় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, গরীব-মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, গ্রন্থাগার নির্মাণ করেছেন বিজয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজনৈতিক দল গঠন করছেন থালাপতি বিজয়

প্রকাশের সময় : ০৩:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

অভিনয় শিল্পীদের রাজনীতিতে নাম লেখানো নতুন নয়। এবার রাজনীতির মাঠে নামছেন তামিল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। জানা গেছে, নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এই অভিনেতা।

শিগগিরই বিজয়ের রাজনৈতিক দলের নাম ঘোষনা করে হবে। ইতেমধ্যে এই নতুন দলের ২০০ সদস্য বিজয়কে সভাপতি হিসেবে মনোনিত করেছে।

নতুন দলের সদস্যদের মধ্যেই একজন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনে নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে বলেও জানা গেছে।

২০২৬ সালে তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা। যদিও দলের নাম জানা যায়নি এখনও, তবে সূত্রের খবর, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে রাখা হবে দলের নাম।

বিজয়ের ফ্যান গ্রুপ বিজয় মক্কালা আইয়াক্কাম বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এটি এখন পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপান্তর হতে যাচ্ছে। তারকার রাজনৈতিক দলটি কেরালা, কর্ণাটকসহ তামিলনাড়ুর বাইরেও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যে দল গঠনের প্রস্তুতি প্রায় শেষ। দল গঠনে প্রশাসনিক কাজ গুছিয়ে নেয়া হচ্ছে। একশ জনের বেশি নাগরিকের কাছ থেকে আধার কার্ড, ভোটার আইডি ও হলফনামা সংগ্রহ করা হয়েছে। হলফনামায় তারা জানিয়েছে, তারা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়। এসব কাগজপত্র শিগগিরই নিবাচন কমিশনে জমা দেয়া হবে।

প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনেতা রজনীকান্তের পরই দ্বিতীয় সুপারস্টার বলা হয় বিজয়কে। দাপুটের সঙ্গে দক্ষিণী সিনেমায় কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজনীতে আসার ইচ্ছা ছিল তার। আর আগে থেকে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত এ তারকা। বিভিন্ন সময় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, গরীব-মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, গ্রন্থাগার নির্মাণ করেছেন বিজয়।