মাগুরা জেলা প্রতিনিধি :
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। দেশসেরা এই ক্রিকেটার মাঝেমধ্যেই ধৈর্য হারিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। নিয়মকানুনের তোয়াক্কা না করে সতীর্থদের সঙ্গে, কখনও মিডিয়া ও দর্শকের সঙ্গে বাজে আচরণ, কখনও বোর্ডের নিয়ম ভেঙে শাস্তিও পেয়েছেন। এবার খেলার মাঠ থেকে সরাসরি রাজনীতিতে পা রেখে ধৈর্য হারালেন বাঁহাতি এই অলরাউন্ডার। মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান তার দলীয় এক সমর্থককে মেজাজ হারিয়ে চড় মেরেছেন।
রোববার (৭ জানুয়ারি) নিজ আসনের একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভীড়ের মধ্যে পড়েন সাকিব। যেখানে তাকে ঘিরে ধরেন ভক্তরা। একপর্যায়ে উপস্থিত জনতার হুড়োহুড়িতে মেজাজ হারিয়ে একজনকে চড় মেরে বসেন আওয়ামী লীগের এই প্রার্থী।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের চড় মারার মুহূর্তের সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ভীড়ের মধ্যে সাকিবকে ঘিরে ধরে রেখেছেন কয়েকজন মানুষ। এর মধ্যে একজন পেছন থেকে এই ক্রিকেটারের জামা টেনে ধরে রেখেছিলেন। সেই মুহূর্তে পেছনে ফেরে ওই ব্যক্তিকে গালে চড় দেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের মেজাজ হারানোর এই ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
এর আগে রোববার সকালে দরিমাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সাকিব। ভোটশেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বের হন তিনি।
মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।