নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমি বুড়ো বয়সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত হতেও চাই না।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে গণমাধ্যামে দেওয়া প্রতিক্রিয়ায় অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আমি বরাবরই রাজনীতির বাইরের মানুষ। আমি শিক্ষক, গবেষণায় ব্যস্ত থাকতে পছন্দ করি। এখনো আমি কোনো রাজনীতি করি না। আগামীতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার নাম জড়ানোর ইচ্ছা নেই।
তিনি আরও বলেন, পেশাজীবী হিসেবে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে চাই। এই বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা দলের নয়। একার কারও নয়, এটা সবার বিশ্ববিদ্যালয়। আমাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন না। এই দুর্যোগ এ বাহুল্যতা বর্জন করবেন।
উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর প্রথম প্রতিক্রিয়ায়ও রাজনীতির বাইরে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। একই সঙ্গে দল-মত নির্বিশেষ সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে একটি স্বতন্ত্র অবস্থানে ফেরাতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসে ‘রাজনীতিবিমুখ’ শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তাকে কোনো দলের রাজনৈতিক সভা-সমাবেশে দেখা যায়নি। সবসময় অ্যাকাডেমিক বিষয়কে প্রাধান্য দেওয়ায় তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থেকেছেন।