নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ এলাকা হতে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ আলহাজ্ব গ্রুপের টিনের ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মাহাবুব হোসেন (৩৫), সাজিদুল হক সুমন (৪৬) ও মো. অসিন (৩৮)।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনজন পূর্ব থেকেই রাজধানীর খিলগাঁও থানাধীন রসুলবাগ আলহাজ্ব গ্রুপের টিনের ঘরের ভেতরে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ওই টিনের ঘরের সামনে পৌঁছালে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কথা বার্তা সন্দেহজনক হওয়ায় উপস্থিত লোকজনের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লোকজনের সম্মুখে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর উদ্ধারকৃত অস্ত্র নিজ হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। উদ্ধারকৃত অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র তারা উপস্থাপন করতে পারেনি। পরস্পর জ্ঞাতসারে উদ্ধারকৃত অস্ত্র অবৈধভাবে নিজ হেফাজতে রাখা অস্ত্র আইনে অপরাধ। এছাড়া গ্রেপ্তার মাহাবুব হোসেন (৩৫) এর নামে খিলগাঁও থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।