নিজস্ব প্রতিবেদক :
ভ্যাপসা গরমের অস্বস্তির মাঝেই ঢাকার বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীবাসীর। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন অনেকে। শনিবার (৬ মে) সকালে দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়। এতে কমে এসেছে তাপমাত্রা। দুপুর নাগাদ ঢাকার আকাশও মেঘলা হয়ে আসে। এরপর শুরু হয় বৃষ্টি। কোথাও হালকা, আবার কোথাও ভারী বৃষ্টি হয়েছে।
শনিবার (৬ মে) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। দিনভর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল রাজধানীবাসীর। অনেক জায়গায় খানিকটা অন্ধকারও ছিল। এরপর দুপুর ৩টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টি শুরু হলে বিভিন্ন কাজে বের হওয়া মানুষদেরকে ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা এদিক সেদিক ছুটতে থাকেন। অনেকেই বিভিন্ন দোকান ও মার্কেটের সামনে আশ্রয় নেন।
যাত্রীবাহী এক গাড়ির চালক মামুন বলেন, আজ সকাল থেকে বেশ গরম পড়ছিল। বৃষ্টি আসার পর ভালো লাগছে। বেশ শান্তি লাগছে।
আরেক পথযাত্রী সোলাইমান মিয়া বলেন, বৃষ্টিটা খুব দরকার ছিল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। রাস্তার ধুলাবালি কমে গেছে। ঠান্ডা একটা অনুভূতি পাওয়া যাবে এখন।
এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপমাত্রা বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সকালে এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিন আবহাওয়া পূর্বাভাস তুলে ধরে মনোয়ার হোসেন বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে পারে।
লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড় ‘মোচা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা কোন দিকে যাবে তা এখন স্পষ্ট নয়।
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরইমধ্যে ঢাকা নেমেছে বৃষ্টি।