Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪৫) বছরের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

ঘাতক যানটিকে সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

প্রকাশের সময় : ০৮:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪৫) বছরের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

ঘাতক যানটিকে সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।