Dhaka সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বংশালের নাজিরা বাজার চৌরাস্তা এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমিন (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আমিনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে হাজারীবাগের বিজিবি ১ নম্বর গেট এলাকায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান জানান, অল্প বৃষ্টি হলেই পুরান ঢাকার নাজিরবাজার এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সারারাত বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমিন নামের ওই ব্যক্তিটি সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে আমরা এলাকাবাসী একটি বাঁশ দিয়ে তাকে টেনে এনে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নাজিরা বাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা নোয়াখালীর অধিকাংশ গ্রামীণ সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বংশালের নাজিরা বাজার চৌরাস্তা এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমিন (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আমিনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে হাজারীবাগের বিজিবি ১ নম্বর গেট এলাকায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান জানান, অল্প বৃষ্টি হলেই পুরান ঢাকার নাজিরবাজার এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সারারাত বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমিন নামের ওই ব্যক্তিটি সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে আমরা এলাকাবাসী একটি বাঁশ দিয়ে তাকে টেনে এনে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নাজিরা বাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।