Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)।

এ সময় তাদের হেফাজত থেকে নগদ এক লাখ দুইশত টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের বরাত দিয়ে, শুক্রবার (১৪ মার্চ) তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালের যাত্রী ছাউনির সামনে নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো.সোহরাব হোসাইন। বেলা আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে একটি বাসে যাত্রী উঠার সময় কয়েকজন ছিনতাইকারী একজন যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিল। বিষয়টি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সোহরাব হোসাইনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিন ছিনতাইকারী মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর, মো. ওয়াসিম আকরাম ও মো. সুমনকে আটক করেন ও ছিনতাই করা নগদ এক লাখ টাকা উদ্ধার করেন।

তিনি বলেন, একই দিনে রাজধানীর মিরপুর সাড়ে ১১ এলাকায় সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো. রবিন রানা। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে একজন পথচারীর চিৎকার শুনে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মো. সুলতান মাহমুদ খানকে ধাওয়া করে আটক করেন।

অন্যদিকে, একই দিনে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোহাম্মদ শান্তকে জনসাধারণের সহযোগিতায় আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার হেফাজত থেকে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ দুইশত টাকা ও একটি ছিনতাই করা মানিব্যাগ উদ্ধার করা হয়।

আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ গ্রহণ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদপুরে সন্ত্রাসীরা কুপিয়ে এবং গুলি করে রিকশাচালকে হত্যা

রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ৫

প্রকাশের সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)।

এ সময় তাদের হেফাজত থেকে নগদ এক লাখ দুইশত টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের বরাত দিয়ে, শুক্রবার (১৪ মার্চ) তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালের যাত্রী ছাউনির সামনে নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো.সোহরাব হোসাইন। বেলা আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে একটি বাসে যাত্রী উঠার সময় কয়েকজন ছিনতাইকারী একজন যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিল। বিষয়টি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সোহরাব হোসাইনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিন ছিনতাইকারী মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর, মো. ওয়াসিম আকরাম ও মো. সুমনকে আটক করেন ও ছিনতাই করা নগদ এক লাখ টাকা উদ্ধার করেন।

তিনি বলেন, একই দিনে রাজধানীর মিরপুর সাড়ে ১১ এলাকায় সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো. রবিন রানা। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে একজন পথচারীর চিৎকার শুনে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মো. সুলতান মাহমুদ খানকে ধাওয়া করে আটক করেন।

অন্যদিকে, একই দিনে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোহাম্মদ শান্তকে জনসাধারণের সহযোগিতায় আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার হেফাজত থেকে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ দুইশত টাকা ও একটি ছিনতাই করা মানিব্যাগ উদ্ধার করা হয়।

আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ গ্রহণ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।