নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্টনে একটি ব্যাংকে এসি সার্ভিসিংয়ের সময় কম্প্রেসার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন ব্রাইট আই সিস্টেম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সমিত মিত্র (২৬) ও ইসলাম হোসেন (৪৫)। অপরজন হলেন এমএসএল নামে একটি প্রতিষ্ঠিনের আইটি সেক্টরের কর্মী মো. হাফিজুর রহমান (২৮)।
আহতদের সহকর্মী প্রবীর বলেন, সকালের দিকে এসির কাজ করার সময় হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণে তারা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল নেওয়া হলে অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ব্রাইট আই সিস্টেম লিমিটেড নামে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনি কণ্ঠ হাওলাদার জানান, তাদের প্রতিষ্ঠানটি মিরপুর ১২ নম্বর সেকশনে। এসি সার্ভিসিংয়ের জন্য সমিত এবং ইসলাম গিয়েছিলেন পল্টনে একটি ব্যাংকে। সেখানে এসির কাজ করার সময় কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। সেখান থেকে তাদের প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সমিতের মুখমণ্ডল, হাতসহ সমস্ত শরীরে জখম হয়েছে। তার অবস্থা গুরুতর। এছাড়া ইসলামের কপালে ও হাতে, আর হাফিজুরের পেটে জখম রয়েছে। তাদের শঙ্কামুক্ত বলা যায়। এসির কমপ্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে তাদের কাছ থেকে জানা গেছে।