Dhaka শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর পল্টনের বিজয়নগর আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যা ৬টা নাগাদ অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শহিদুল ইসলাম বাগেরহাট সদরের জেলার কচুয়া এলাকার আকবর আলী হাজরার ছেলে।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে বিজয়নগর পল্টন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা পরিবারে কাছে থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি হার্টের রোগী ছিলেন এবং দুবার স্টোক হয়েছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্টোক-জনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের ভাগিনা রাহাতুল ইসলাম শাকিল বলেন, আমার মামা জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনী কাজে গতকাল তিনি ঢাকায় এসে ওই আবাসিক হোটেলে ওঠেন। হাসপাতালে এসে শুনতে পারি তিনি ওই হোটেলে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক কমেছে ঘোষণা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর পল্টনের বিজয়নগর আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যা ৬টা নাগাদ অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শহিদুল ইসলাম বাগেরহাট সদরের জেলার কচুয়া এলাকার আকবর আলী হাজরার ছেলে।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে বিজয়নগর পল্টন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা পরিবারে কাছে থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি হার্টের রোগী ছিলেন এবং দুবার স্টোক হয়েছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্টোক-জনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের ভাগিনা রাহাতুল ইসলাম শাকিল বলেন, আমার মামা জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনী কাজে গতকাল তিনি ঢাকায় এসে ওই আবাসিক হোটেলে ওঠেন। হাসপাতালে এসে শুনতে পারি তিনি ওই হোটেলে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক কমেছে ঘোষণা করেন।