Dhaka বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক বাউল শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৭০) বছর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন। তিনি জানান, সংবাদ পেয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অজ্ঞাত ওই বৃদ্ধ উদ্যানের ভেতরে একতারা বাজিয়ে গান গেয়ে বেড়াতেন। আমরা ধারণা করছি, বার্ধক্যজনিত কারণে গত রাতে তিনি অসুস্থ হয়ে হয়ত অচেতন হয়ে পড়েছিলেন। তাৎক্ষণিক আমরা তার নাম-পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য ৫ লাখের বেশি

রাজধানীতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক বাউল শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৭০) বছর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন। তিনি জানান, সংবাদ পেয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অজ্ঞাত ওই বৃদ্ধ উদ্যানের ভেতরে একতারা বাজিয়ে গান গেয়ে বেড়াতেন। আমরা ধারণা করছি, বার্ধক্যজনিত কারণে গত রাতে তিনি অসুস্থ হয়ে হয়ত অচেতন হয়ে পড়েছিলেন। তাৎক্ষণিক আমরা তার নাম-পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।