Dhaka বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে দাদী-নাতনির মৃত্যু

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর ভষ্মীভূত হয়েছে। এতে আগুনে পুড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দাদী-নাতনি।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাঙ্গুনিয়ার উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরিয়া এলাকার সৌদিয়া গেট নামক স্থানে এ অগ্নাকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে মৃতরা হলেন- গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার ছেলে মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)।

স্থানীয়রা জানান, সকালে ওই বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে।

মুহূর্তের মধ্যেই মো. কায়েস আহমদ, মনসুর, ময়নুল আহমদ, সংজি, এসকান্দার ও সিরিন আক্তারের ঘরসহ মোট ছয়টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা অন্যান্য লোক দ্রুত বাইরে বের হতে পারলেও নিহতরা ঘরে অবস্থান করছিলেন।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে রাঙ্গুনিয়া ও চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র ৮টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। ৮টা ৩৫ মিনিটে কাজ শুরু হয় এবং ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করা হয়।

আগুনে একটি ঘর থেকে এক নারী ও শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মন্নান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, আগুনে প্রাথমিকভাবে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা সম্ভব হয়নি। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

তিনি বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে দাদী-নাতনির মৃত্যু

প্রকাশের সময় : ০৩:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর ভষ্মীভূত হয়েছে। এতে আগুনে পুড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দাদী-নাতনি।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাঙ্গুনিয়ার উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরিয়া এলাকার সৌদিয়া গেট নামক স্থানে এ অগ্নাকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে মৃতরা হলেন- গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার ছেলে মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)।

স্থানীয়রা জানান, সকালে ওই বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে।

মুহূর্তের মধ্যেই মো. কায়েস আহমদ, মনসুর, ময়নুল আহমদ, সংজি, এসকান্দার ও সিরিন আক্তারের ঘরসহ মোট ছয়টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা অন্যান্য লোক দ্রুত বাইরে বের হতে পারলেও নিহতরা ঘরে অবস্থান করছিলেন।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে রাঙ্গুনিয়া ও চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র ৮টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। ৮টা ৩৫ মিনিটে কাজ শুরু হয় এবং ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করা হয়।

আগুনে একটি ঘর থেকে এক নারী ও শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মন্নান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, আগুনে প্রাথমিকভাবে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা সম্ভব হয়নি। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

তিনি বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।