বিনোদন ডেস্ক :
কাজের সংখ্যা, সাফল্য আর জনপ্রিয়তার বিচারে তাকে টিভি নাটকের কুইন বলা চলে। তবে এবারের ঈদে তার চেনা ছন্দে কিছুটা পরিবর্তন দেখা গেছে। ঈদুল আজহায় মাত্র একটি নাটক প্রচার হয়েছে তার। অবশ্য এতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। কারণ, তার অভিনীত ‘পুনর্জন্ম-অন্তিম পর্ব’ ঈদের অন্যতম আলোচিত নাটকে পরিণত হয়েছে।
তিনি মেহজাবীন চৌধুরী। ঈদের একমাত্র কাজের সাফল্যে মন যখন ফুরফুরে, তখন তিনি অবকাশযাপন করছেন যুক্তরাষ্ট্রে। কয়েক দিন ধরে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন, আর বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধারণ করে শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।
কিন্তু শুক্রবার (১৪ জুলাই) বিকালে আচমকা চমকে দিলেন মেহজাবীন। একটি পোস্টারে একেবারে ব্যতিক্রম রূপে হাজির হয়েছেন তিনি। তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে।
পোস্টারে লেখা- ‘আমি কী তুমি?’। খোঁজ নিয়ে জানা গেলো, এটি একটি ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সেটার ফার্স্টলুক পোস্টারেই এমন চমকে দিলেন মেহু।
মেহজাবীন পোস্টারটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।
‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদ জানান, ১৭দিন শুটিং করেছেন, যা ওটিটি কনটেন্টের জন্য যথেষ্ট সময়। থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেক দিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো কাজ আছে, যা দর্শক পছন্দ করেছেন। আইস্ক্রিন এর যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।
জানা গেছে, ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে তার সঙ্গে আর কে কে অভিনয় করেছেন, তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। রহস্যের ধারা অব্যাহত রেখে ক্রমশ তাদের পরিচয় করানো হবে। শিগগিরই এটি ওয়েব প্ল্যাটফর্ম আই-স্ক্রিনে মুক্তি পাবে।
এর আগে ভিকির নির্মাণে ‘দ্য সাইলেন্স’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন।