Dhaka শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

নিলামের পরও চমক অব্যাহত রেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। পিছিয়ে নেই ঢাকা ক্যাপিটালস। স্কোয়াডের শক্তি বাড়াতে এবার রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়ালো তারা।
বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত এ আফগান ব্যাটার।

আফগান এ উইকেটরক্ষক ব্যাটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ।

মূলত ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে শুরুতে না পাওয়ার শঙ্কা থেকে বিকল্প হিসেবে গুরবাজকে দলে টেনেছে তারা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন হেলস। ৪ জানুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আসরের। আবুধাবি ফাইনাল খেললে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলে পাওয়া যাবে না তাকে। অবশ্য গুরবাজকেও শুরু থেকে পাওয়া নিশ্চিত নয়। কারণ তিনিও গালফ জায়ান্টসের হয়ে আইএল টি-টোয়েন্টি খেলছেন। তবে দুজনের একজনকে অন্তত শুরু থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা।

এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ বলেন, ‘দুজন খেলোয়াড়ই আইএল টি-টোয়েন্টিতে আছেন। আপনারা জানেন আইএল টি-টোয়েন্টির ফাইনাল হবে ৪ জানুয়ারি। সেই ক্ষেত্রে আমাদের কিছু ম্যাচে…কিছুটা দ্বিধা আছে অ্যালেক্স আগে আসতে পারছে নাকি পারছে না। সে কারণে আমরা বিকল্প একজন বড় ওপেনার নিয়ে রেখেছি। আশা করি যেকোনো একজন চলে আসবে।’

অবশ্য শুরু থেকে এ দুজনকে না পেলেও খুব একটা সমস্যায় পড়ার কথা নয় ঢাকার। কারণ তাদের স্কোয়াডে রয়েছেন সাইফ হাসান ও উসমান খান। আর হেলস ও গুরবাজকে গ্রুপ পর্বের পর পর শক্তি বাড়বে ফ্র্যাঞ্চাইজিটির।

আতিক ফাহাদ বলেন, ‘আমাদের সাইফ আছে, উসমান আছে। উসমান পুরো মৌসুমই থাকবে। অ্যালেক্স যদি শুরুর দিকে নাও আসতে পারে, একই ধরনের আরেকজন বড় খেলোয়াড় আসবে। আমরা যোগাযোগ করেছি গুরবাজের সাথে। কারণ গুরবাজ বা অ্যালেক্স হেলস তাদের দুজনের একজনকে যদি গ্রুপ পর্বের পর পরই পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে।’

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে বিদেশিদের নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াডই গঠন করেছে ঢাকা। হেলস, গুরবাজ ও উসমান ছাড়াও বিদেশিদের মধ্যে তারা দলে টেনেছে ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, জুবাইদ আকবরী এবং দাসুন শানাকাকে। এছাড়া দেশিদের মধ্যে সাইফ, তাসকিন আহমদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলামের মতো পরীক্ষিত ক্রিকেটাররা তো আছেনই।

আবহাওয়া

রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

প্রকাশের সময় : ১০:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক :

নিলামের পরও চমক অব্যাহত রেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। পিছিয়ে নেই ঢাকা ক্যাপিটালস। স্কোয়াডের শক্তি বাড়াতে এবার রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়ালো তারা।
বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত এ আফগান ব্যাটার।

আফগান এ উইকেটরক্ষক ব্যাটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ।

মূলত ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে শুরুতে না পাওয়ার শঙ্কা থেকে বিকল্প হিসেবে গুরবাজকে দলে টেনেছে তারা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন হেলস। ৪ জানুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আসরের। আবুধাবি ফাইনাল খেললে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলে পাওয়া যাবে না তাকে। অবশ্য গুরবাজকেও শুরু থেকে পাওয়া নিশ্চিত নয়। কারণ তিনিও গালফ জায়ান্টসের হয়ে আইএল টি-টোয়েন্টি খেলছেন। তবে দুজনের একজনকে অন্তত শুরু থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা।

এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ বলেন, ‘দুজন খেলোয়াড়ই আইএল টি-টোয়েন্টিতে আছেন। আপনারা জানেন আইএল টি-টোয়েন্টির ফাইনাল হবে ৪ জানুয়ারি। সেই ক্ষেত্রে আমাদের কিছু ম্যাচে…কিছুটা দ্বিধা আছে অ্যালেক্স আগে আসতে পারছে নাকি পারছে না। সে কারণে আমরা বিকল্প একজন বড় ওপেনার নিয়ে রেখেছি। আশা করি যেকোনো একজন চলে আসবে।’

অবশ্য শুরু থেকে এ দুজনকে না পেলেও খুব একটা সমস্যায় পড়ার কথা নয় ঢাকার। কারণ তাদের স্কোয়াডে রয়েছেন সাইফ হাসান ও উসমান খান। আর হেলস ও গুরবাজকে গ্রুপ পর্বের পর পর শক্তি বাড়বে ফ্র্যাঞ্চাইজিটির।

আতিক ফাহাদ বলেন, ‘আমাদের সাইফ আছে, উসমান আছে। উসমান পুরো মৌসুমই থাকবে। অ্যালেক্স যদি শুরুর দিকে নাও আসতে পারে, একই ধরনের আরেকজন বড় খেলোয়াড় আসবে। আমরা যোগাযোগ করেছি গুরবাজের সাথে। কারণ গুরবাজ বা অ্যালেক্স হেলস তাদের দুজনের একজনকে যদি গ্রুপ পর্বের পর পরই পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে।’

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে বিদেশিদের নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াডই গঠন করেছে ঢাকা। হেলস, গুরবাজ ও উসমান ছাড়াও বিদেশিদের মধ্যে তারা দলে টেনেছে ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, জুবাইদ আকবরী এবং দাসুন শানাকাকে। এছাড়া দেশিদের মধ্যে সাইফ, তাসকিন আহমদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলামের মতো পরীক্ষিত ক্রিকেটাররা তো আছেনই।