Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। এই দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের জন্য সময়সূচিও ঠিক করে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এ সময়সূচি ঢাকা মহানগরীসহ সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সময়সূচির মধ্যে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি রেখে শ্রেণি কার্যক্রমের রুটিন তৈরি করবেন। এই সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

প্রকাশের সময় : ০৯:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। এই দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের জন্য সময়সূচিও ঠিক করে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এ সময়সূচি ঢাকা মহানগরীসহ সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সময়সূচির মধ্যে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি রেখে শ্রেণি কার্যক্রমের রুটিন তৈরি করবেন। এই সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।