Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘রক্ত রহস্য’ নিয়ে নতুন আশায় কোয়েল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ১৯৮ জন দেখেছেন

কোয়েল মল্লিক

এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রক্ত রহস্য’ ছবিটির। কিন্তু মহামারি করোনাভাইরাসের জন্য পিছিয়ে যায় সেই মুক্তির তারিখ। তবে আগামী ১৫ অক্টোবর সিনেমা হল খুলছে। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘রক্ত রহস্য’।এতে স্বর্ণজার চরিত্রে দেখা যাবে টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে

বেশ হাসিখুশি রয়েছেন রেডিও জকি স্বর্ণজা। তবে এই হাসির নেপথ্যে রয়েছে গোপন তথ্য। সন্তান হারিয়ে যাওয়ার একরাশ যন্ত্রণা। পাঁচ বছর আগে তার সন্তান হারিয়ে যায়। হঠাৎ করেই অপরিচিত একটি ফোনে এর সন্ধান মিলে।

স্বর্ণজার মনে নতুন করে জেগে উঠে আশার আলো। নতুন আশায় জড়িয়ে পড়ে জটিল এক রহস্যের ফাঁদে। কিন্তু স্বর্ণজা কি পারবে এই ‘রক্ত-রহস্য’র সমাধান করতে?

আরও পড়ুন : চলতি মাসের শেষ দিকে ফিরছেন বিদ্যা বালান

আসছে পূজার মৌসুমে মুক্তি পাবে ছবিটি। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। মুক্তি উপলক্ষে ইতোমধ্যে এর ট্রেলারও প্রকাশ হয়েছে। এর আগে গত ১৩ মার্চ ছবির গান প্রকাশ হয়।  তবে ছবি মুক্তি পেলেই স্বর্ণজার সকল প্রশ্ন ও রহস্য প্রকাশ্যে আসবে।

মহামারি করোনা ভাইরাস বাধা হয়ে না দাঁড়ালে ইতোমধ্যে মুক্তি পেয়ে যেতো ছবিটি। এতে স্বর্ণজার চরিত্রে দেখা যাবে টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে। এছাড়াও আরও দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, শুভ্র সৌরভ দাস। ছবির বিশেষ চরিত্রে থাকছেন মীর আফসার আলী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

‘রক্ত রহস্য’ নিয়ে নতুন আশায় কোয়েল

প্রকাশের সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০

এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রক্ত রহস্য’ ছবিটির। কিন্তু মহামারি করোনাভাইরাসের জন্য পিছিয়ে যায় সেই মুক্তির তারিখ। তবে আগামী ১৫ অক্টোবর সিনেমা হল খুলছে। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘রক্ত রহস্য’।এতে স্বর্ণজার চরিত্রে দেখা যাবে টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে

বেশ হাসিখুশি রয়েছেন রেডিও জকি স্বর্ণজা। তবে এই হাসির নেপথ্যে রয়েছে গোপন তথ্য। সন্তান হারিয়ে যাওয়ার একরাশ যন্ত্রণা। পাঁচ বছর আগে তার সন্তান হারিয়ে যায়। হঠাৎ করেই অপরিচিত একটি ফোনে এর সন্ধান মিলে।

স্বর্ণজার মনে নতুন করে জেগে উঠে আশার আলো। নতুন আশায় জড়িয়ে পড়ে জটিল এক রহস্যের ফাঁদে। কিন্তু স্বর্ণজা কি পারবে এই ‘রক্ত-রহস্য’র সমাধান করতে?

আরও পড়ুন : চলতি মাসের শেষ দিকে ফিরছেন বিদ্যা বালান

আসছে পূজার মৌসুমে মুক্তি পাবে ছবিটি। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। মুক্তি উপলক্ষে ইতোমধ্যে এর ট্রেলারও প্রকাশ হয়েছে। এর আগে গত ১৩ মার্চ ছবির গান প্রকাশ হয়।  তবে ছবি মুক্তি পেলেই স্বর্ণজার সকল প্রশ্ন ও রহস্য প্রকাশ্যে আসবে।

মহামারি করোনা ভাইরাস বাধা হয়ে না দাঁড়ালে ইতোমধ্যে মুক্তি পেয়ে যেতো ছবিটি। এতে স্বর্ণজার চরিত্রে দেখা যাবে টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে। এছাড়াও আরও দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, শুভ্র সৌরভ দাস। ছবির বিশেষ চরিত্রে থাকছেন মীর আফসার আলী।