Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে সংস্কৃতিকর্মীকে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

রংপুর জেলা প্রতিনিধি : 

বিশিষ্ট নাট্যশিল্পী ও সাংস্কৃতিককর্মী রোমান সরকার হত্যার দীর্ঘ ১৪ বছর পর আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রংপুরের আদালত। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন।

রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আনিস, আশরাফুল, আখতারুল, আমিনুল, আল আমিন, খোকন ওরফে পাকনা খোকন, মোজাম্মেল হক ও নুরন্নবী। সবার বাড়ি রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া মারুয়াটারী মহল্লায়।

মামলার বিবরণে জানা গেছে, আসামিদেরকে মাদক মামলায় আটক করে পুলিশ। এই ঘটনায় আসামিরা রংপুরের বিশিষ্ট নাট্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মী রোমান সরকারকে সন্দেহ করে। এরই জের ধরে ২০০৫ সালে তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে আহত করে মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় রোমানের বাবা রোস্তম সরকারের করা মামলায় আসামিদের আদালত সাজা দেন।

আসামিরা আপিল করে জামিনে মুক্তি পেয়ে রোমানের পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ বিষয়ে রোস্তম সরকার নিরাপত্তা চেয়ে জিডি এবং আদালতে ১০৭ ধারার মামলা দায়ের করেন।

এরই জেরে ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর রাত ৯টায় আসামি আনিস মোবাইল ফোনে রোমানকে ডেকে আনে। এ সময় ওতপেতে থাকা আসামিরা রোমানকে উপর্যুপরি গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সাংস্কৃতিক কর্মী রোস্তম সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ ১৪ বছর ধরে বিচার চলাকালে ১২ সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আট আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

সরকার পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, আসামিরা বিভিন্ন অজুহাত দেখিয়ে বার বার সময় নিয়ে বিচার বিলম্বিত করার চেষ্টা করে। দীর্ঘদিন পর হলেও আসামিদের সাজা হওয়ায় ন্যায় বিচার পাওয়া গেছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনও আইনজীবী উপস্থিত না থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পরিবেশের টেকসই উন্নয়নে অভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

রংপুরে সংস্কৃতিকর্মীকে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৪:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি : 

বিশিষ্ট নাট্যশিল্পী ও সাংস্কৃতিককর্মী রোমান সরকার হত্যার দীর্ঘ ১৪ বছর পর আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রংপুরের আদালত। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন।

রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আনিস, আশরাফুল, আখতারুল, আমিনুল, আল আমিন, খোকন ওরফে পাকনা খোকন, মোজাম্মেল হক ও নুরন্নবী। সবার বাড়ি রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া মারুয়াটারী মহল্লায়।

মামলার বিবরণে জানা গেছে, আসামিদেরকে মাদক মামলায় আটক করে পুলিশ। এই ঘটনায় আসামিরা রংপুরের বিশিষ্ট নাট্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মী রোমান সরকারকে সন্দেহ করে। এরই জের ধরে ২০০৫ সালে তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে আহত করে মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় রোমানের বাবা রোস্তম সরকারের করা মামলায় আসামিদের আদালত সাজা দেন।

আসামিরা আপিল করে জামিনে মুক্তি পেয়ে রোমানের পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ বিষয়ে রোস্তম সরকার নিরাপত্তা চেয়ে জিডি এবং আদালতে ১০৭ ধারার মামলা দায়ের করেন।

এরই জেরে ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর রাত ৯টায় আসামি আনিস মোবাইল ফোনে রোমানকে ডেকে আনে। এ সময় ওতপেতে থাকা আসামিরা রোমানকে উপর্যুপরি গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সাংস্কৃতিক কর্মী রোস্তম সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ ১৪ বছর ধরে বিচার চলাকালে ১২ সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আট আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

সরকার পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, আসামিরা বিভিন্ন অজুহাত দেখিয়ে বার বার সময় নিয়ে বিচার বিলম্বিত করার চেষ্টা করে। দীর্ঘদিন পর হলেও আসামিদের সাজা হওয়ায় ন্যায় বিচার পাওয়া গেছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনও আইনজীবী উপস্থিত না থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।