Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

রংপুর জেলা প্রতিনিধি :  

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল-সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে পাভেল এক্সপ্রেস ও একটি মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে সকাল সাড়ে ৯টার দিকে নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। ঘটনাটি পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে ঘটে।

অন্যদিকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজার এলাকায় কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

প্রকাশের সময় : ১২:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

রংপুর জেলা প্রতিনিধি :  

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল-সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে পাভেল এক্সপ্রেস ও একটি মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে সকাল সাড়ে ৯টার দিকে নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। ঘটনাটি পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে ঘটে।

অন্যদিকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজার এলাকায় কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।