Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে দু’বাসে সংঘর্ষ, নিহত বেড়ে ৯

  • রংপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ১৯৮ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৬৪ জন। সোমবার (৫ই সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের শালেয়াসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ জানায়, প্রবল বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শালেয়াসা খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় আহত হয় আরো ৭০ জন। তাদেরকে হাসপাতালে নেয়ার পরে সেখানে আরো চার জনের মৃত্যু হয়।

এদিকে, রমেক হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর মিলেছে। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রংপুরে দু’বাসে সংঘর্ষ, নিহত বেড়ে ৯

প্রকাশের সময় : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৬৪ জন। সোমবার (৫ই সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের শালেয়াসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ জানায়, প্রবল বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শালেয়াসা খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় আহত হয় আরো ৭০ জন। তাদেরকে হাসপাতালে নেয়ার পরে সেখানে আরো চার জনের মৃত্যু হয়।

এদিকে, রমেক হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর মিলেছে। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।