Dhaka বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যে কোনো মুহূর্তে বাংলাদেশ ও মিয়ানমার বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে : রব

নিজস্ব প্রতিবেদক : 

যে কোনো মুহূর্তে বাংলাদেশ ও মিয়ানমার বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুইজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি এ আশঙ্কার কথা প্রকাশ করেন।

মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুইজন নিহত হওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিবৃতিতে বলা হয়েছে, একদিকে মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অন্যদিকে মিয়ানমারের মর্টার শেলের আঘাতে দুইজন নিহত হওয়ার ঘটনা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে দুই দেশ বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত কয়েকদিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশনের সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। দুইপক্ষের গোলাগুলির ঘটনায় গুলি, মর্টারশেল, বিস্ফোরিত রকেট লঞ্চারের খোল বাংলাদেশে এসে পড়ছে। বিভিন্ন সময়ে তুমব্রু সীমান্ত দিয়ে অস্ত্রসহ মিয়ানমারের সীমান্তরক্ষীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিবৃতিতে জেএসডি উল্লেখ করে, গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার ক্রমাগত কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান অবস্থায়ও সরকারের কার্যকর পদক্ষেপের অভাব পরিলক্ষিত হচ্ছে। সীমান্ত অরক্ষিত রেখে অতীতের মতো সরকারের অন্তঃসারশূন্য বক্তব্য রাষ্ট্রকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। সুতরাং সরকারকে সীমান্ত সুরক্ষিত ও বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যথাযথ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা নোয়াখালীর অধিকাংশ গ্রামীণ সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

যে কোনো মুহূর্তে বাংলাদেশ ও মিয়ানমার বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে : রব

প্রকাশের সময় : ০৮:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

যে কোনো মুহূর্তে বাংলাদেশ ও মিয়ানমার বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুইজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি এ আশঙ্কার কথা প্রকাশ করেন।

মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুইজন নিহত হওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিবৃতিতে বলা হয়েছে, একদিকে মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অন্যদিকে মিয়ানমারের মর্টার শেলের আঘাতে দুইজন নিহত হওয়ার ঘটনা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে দুই দেশ বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত কয়েকদিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশনের সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। দুইপক্ষের গোলাগুলির ঘটনায় গুলি, মর্টারশেল, বিস্ফোরিত রকেট লঞ্চারের খোল বাংলাদেশে এসে পড়ছে। বিভিন্ন সময়ে তুমব্রু সীমান্ত দিয়ে অস্ত্রসহ মিয়ানমারের সীমান্তরক্ষীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিবৃতিতে জেএসডি উল্লেখ করে, গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার ক্রমাগত কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান অবস্থায়ও সরকারের কার্যকর পদক্ষেপের অভাব পরিলক্ষিত হচ্ছে। সীমান্ত অরক্ষিত রেখে অতীতের মতো সরকারের অন্তঃসারশূন্য বক্তব্য রাষ্ট্রকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। সুতরাং সরকারকে সীমান্ত সুরক্ষিত ও বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যথাযথ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।