ফেনী জেলা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় যুবলীগ নেতার দোকান থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন। অভিযান টের পেয়ে দোকান মালিক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাঙ্গালী পালিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন নজরুল বাঙালি ট্রেডার্সের স্বত্বাধিকারী এ যুবলীগ নেতা। সে টিসিবির পণ্য বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করে দিতেন। এসবের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নানাভাবে হেনেস্তা করতেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন বলেন, গোপন তথ্যে সন্ধ্যায় রাজাপুর বাজারে অভিযান পরিচালনা করি। সেখানে গিয়ে দেখতে পাই স্থানীয় নজরুল বাঙ্গালী ট্রেডার্সে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি হচ্ছে। তাৎক্ষণিক টিসিবির ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল জব্দ করে স্থানীয় সরকারী গুদামে রাখার ব্যবস্থা করি।
তিনি আরও বলেন, অভিযান টের পেয়ে টিসিবির ডিলার নজরুল ইসলাম পালিয়ে গেছেন। এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হবে।
এ বিষয়ে ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, নজরুলের বিরুদ্ধে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি ও তার দোকান থেকে টিসিবির পণ্য জব্দের বিষয়টি শুনেছি। এ ঘটনায় নজরুল দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।