Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, গুরুতর আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মহাসড়কের ওপর আছড়ে পড়েছে একটি মেডিকেল হেলিকপ্টার। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটসহ তিনজন ক্রু গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কে। স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ‘রিচ’ নামের একটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা সংস্থার।

তিনি জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে একজন চালক, একজন ফ্লাইট নার্স ও একজন প্যারামেডিক ছিলেন। তবে এতে কোনো রোগী ছিলেন না। দুর্ঘটনার ফলে তিনজনই গুরুতর আহত হন।

ভাগ্যক্রমে হেলিকপ্টারটি সড়কে আছড়ে পড়লেও আশেপাশে চলাচলরত অন্য কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কপ্টারের আরোহী তিনজন ছাড়া আর কেউ আহত হননি।

ক্যাপ্টেন সিলভিয়া আরও জানান, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছাতে কিছুটা সময় লেগে যায়। এই সময় সাধারণ পথচারীরাই উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং তাদের মধ্যে কয়েকজন আহতদের মধ্যে দু’জনকে কপ্টার থেকে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তৃতীয় ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিষেবা প্রশাসন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবহনের নিরাপত্তা দেখভাল বিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এ ঘটনাটি তদন্তের ঘোষণা করেছে।

‘রিচ’ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এফএএ এবং এনটিএসবির তদন্তে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, গুরুতর আহত ৩

প্রকাশের সময় : ০২:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মহাসড়কের ওপর আছড়ে পড়েছে একটি মেডিকেল হেলিকপ্টার। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটসহ তিনজন ক্রু গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কে। স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ‘রিচ’ নামের একটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা সংস্থার।

তিনি জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে একজন চালক, একজন ফ্লাইট নার্স ও একজন প্যারামেডিক ছিলেন। তবে এতে কোনো রোগী ছিলেন না। দুর্ঘটনার ফলে তিনজনই গুরুতর আহত হন।

ভাগ্যক্রমে হেলিকপ্টারটি সড়কে আছড়ে পড়লেও আশেপাশে চলাচলরত অন্য কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কপ্টারের আরোহী তিনজন ছাড়া আর কেউ আহত হননি।

ক্যাপ্টেন সিলভিয়া আরও জানান, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছাতে কিছুটা সময় লেগে যায়। এই সময় সাধারণ পথচারীরাই উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং তাদের মধ্যে কয়েকজন আহতদের মধ্যে দু’জনকে কপ্টার থেকে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তৃতীয় ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিষেবা প্রশাসন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবহনের নিরাপত্তা দেখভাল বিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এ ঘটনাটি তদন্তের ঘোষণা করেছে।

‘রিচ’ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এফএএ এবং এনটিএসবির তদন্তে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।