Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী ইস্যুতে অবশেষে সরব অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের প্রেম, বিয়েবিচ্ছেদ আর আলোচনার কেন্দ্রবিন্দু যেন বরাবরই ঘুরে ফিরে আসছে সুপারস্টার শাকিব খান ও তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে। কখনো ক্যামেরার সামনে, কখনো ব্যক্তিজীবনের একান্ত মুহূর্তে। এই ত্রয়ীর সম্পর্ক নিয়ে দর্শকদেরও আগ্রহের শেষ নেই।

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর একান্ত সময় কাটানোর খবর এবং তাদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এসেছে তাদের ব্যক্তিগত সম্পর্ক। এ পরিস্থিতিতে সরব হলেন শাকিবের প্রথম স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। জানালেন তার অনুভূতি, দৃষ্টিভঙ্গি আর মাতৃত্বের গভীর দায়িত্ববোধের কথা।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় লেখক সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের পরিচিত মুখেরা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব-বুবলীর প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বেশ দার্শনিক ভঙ্গিতে জবাব দেন। তিনি বলেন, কী অনুভূতি বলব! মানুষ মানুষকে না-ও চিনতে পারে—এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনো হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।

শাকিব খান প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্মরণ করিয়ে দেন তার আগে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসের কথা। আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা হলেও অপু বিশ্বাস পেশাদারিত্ব নিয়েও স্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।

সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। তার কণ্ঠে ফুটে ওঠে একজন মায়ের গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ। অপু বলেন, অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে, যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারব। দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমাকে ভরিয়ে রাখেন।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব-বুবলী। সন্তান বীরকে সময় দিচ্ছেন দুজন। বুবলীর প্রকাশিত ছবিগুলো দেখে তাই মনে হয়েছে। পাশাপাশি দুজনে একে অন্যের বাহুবন্দী হয়েও ধরা দিয়েছেন ক্যামেরায়। এরপর থেকেই সরগরম সামাজিক মাধ্যম।

আবহাওয়া

২৪ ঘণ্টায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী ইস্যুতে অবশেষে সরব অপু বিশ্বাস

প্রকাশের সময় : ১২:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের প্রেম, বিয়েবিচ্ছেদ আর আলোচনার কেন্দ্রবিন্দু যেন বরাবরই ঘুরে ফিরে আসছে সুপারস্টার শাকিব খান ও তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে। কখনো ক্যামেরার সামনে, কখনো ব্যক্তিজীবনের একান্ত মুহূর্তে। এই ত্রয়ীর সম্পর্ক নিয়ে দর্শকদেরও আগ্রহের শেষ নেই।

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর একান্ত সময় কাটানোর খবর এবং তাদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এসেছে তাদের ব্যক্তিগত সম্পর্ক। এ পরিস্থিতিতে সরব হলেন শাকিবের প্রথম স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। জানালেন তার অনুভূতি, দৃষ্টিভঙ্গি আর মাতৃত্বের গভীর দায়িত্ববোধের কথা।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় লেখক সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের পরিচিত মুখেরা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব-বুবলীর প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বেশ দার্শনিক ভঙ্গিতে জবাব দেন। তিনি বলেন, কী অনুভূতি বলব! মানুষ মানুষকে না-ও চিনতে পারে—এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনো হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।

শাকিব খান প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্মরণ করিয়ে দেন তার আগে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসের কথা। আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা হলেও অপু বিশ্বাস পেশাদারিত্ব নিয়েও স্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।

সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। তার কণ্ঠে ফুটে ওঠে একজন মায়ের গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ। অপু বলেন, অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে, যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারব। দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমাকে ভরিয়ে রাখেন।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব-বুবলী। সন্তান বীরকে সময় দিচ্ছেন দুজন। বুবলীর প্রকাশিত ছবিগুলো দেখে তাই মনে হয়েছে। পাশাপাশি দুজনে একে অন্যের বাহুবন্দী হয়েও ধরা দিয়েছেন ক্যামেরায়। এরপর থেকেই সরগরম সামাজিক মাধ্যম।