আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন বিমান পরিষেবা সংস্থা স্কাইওয়েস্টের একটি যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নরত অবস্থায় মাত্র ৪৪ সেকেন্ডে ৪ হাজার ফুট নিচে নেমে যাওয়ায় আহত হয়েছেন ২ জন যাত্রী।
শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সন্ধ্যার দিকে কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহর থেকে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের উদ্দেশে যাত্রা শুরু করে স্কাইওয়েস্টের সেই উড়োজাহাজটি। আকাশে ৩৯ হাজার ফুট ওপরে ওঠার পর হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয় বিমানটিতে এবং মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যে ৩৯ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটি নেমে আসে ৩৪ হাজার ৬৫০ ফুট উচ্চতায়।
পরে অবশ্য ২৮ সেকেন্ডের মধ্যে ফের ৩৭ হাজার ৪৫০ ফুট উচ্চতায় উঠে যায় বিমানটি। তবে মাত্র দেড়মিনিটের কারণের এত বিশাল মাত্রার ওঠা-নামার কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন উড়োজাহাজটিতে থাকা যাত্রীরা। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর।
বিমানের এই অবস্থায় চালকরা আর হিউস্টন পর্যন্ত যাওয়ার সাহস করেননি। স্থানীয় সময় রাত ৮টার দিকে অস্টিন শহরের বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। অবতরণের পরপরই স্ট্রেচারে করে গুরুতর আহত সেই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর এক বিবৃতিতে স্কাইওয়েস্টের পক্ষ থেকে বলা হয়েছে, অস্টিনে আমাদের ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। আমরা যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।
বিবৃতিতে স্কাইওয়েস্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিমানটির যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেনি।
পরে বিমানটি পরীক্ষা করেও দেখা গেছে যে কোনো যান্ত্রিক ত্রুটি সেখানে নেই। বিশেষজ্ঞদের মতে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বায়ু চাপের তারতম্যের কারণে ঘটেছে এই দুর্ঘটনা।