আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইভেল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) সকালে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা করছে পুলিশ।
লুইভেল পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ কর্মকর্তারা প্রথম ইস্ট মেইন এর ৩০০ ব্লকে গোলাগুলির খবর পান ও তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন।
দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও তাদের অ্যাজেন্টরা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষের শহরটির একটি ব্যাংকের কাছে পুলিশের তৎপরতা দেখা গেছে।
বিবিসি বলছে, হামলার স্থানটি লুইভিল বেসবল স্টেডিয়ামের কাছাকাছি এবং কেন্টাকি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও মুহাম্মদ আলী সেন্টার থেকে বেশ কয়েকটি ব্লক দূরে। ওই এলাকার এক ভিডিওতে দেখা যাচ্ছে, সশস্ত্র পুলিশ ওই এলাকার একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে রেখেছে। ঘটনাস্থল থেকে পাওয়া সংবাদ ফুটেজে এক জায়গায় ভাঙা কাঁচ এবং পরিত্যক্ত মেডিক্যাল সামগ্রী পড়ে রয়েছে এবং সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাল্টা গুলি চালায় ও বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। গোলাগুলি থামার পর পুলিশ গুলিবিদ্ধ বন্দুকধারীকে মৃত অবস্থায় দেখতে পায়। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানান ডেপুটি পুলিশ চিফ পল হামফ্রে। তাদের মধ্যে একজনের অস্ত্রোপচার করা হয়েছে ও তার অবস্থা গুরুতর।
গোলাগুলির খবর প্রকাশের পর এফবিআইর পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের এজেন্টরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, গোলাগুলিতে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি ও অন্য এক বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন।
গভর্নর বেসিয়ার প্রচার শিবিরের কার্যক্রম ওই ভবন থেকেই হয় ও তিনি নিজেও ওল্ড ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক।
এর আগে, গত ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিল শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক। সূত্র: বিবিসি, এবিসি নিউজ, রয়টার্স।