Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : 

২৪ ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলার দুটি ঘটনার ঘটেছে যুক্তরাষ্ট্রে। বাল্টিমোরের ব্লক পার্টিতে গোলাগুলির পর এবার ফিলাডেলফিয়ায় ঘটেছে একই ধরনের হামলা। কিংসেসিং এলাকায় সোমবার বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা সবাই পুরুষ। হামলায় আহত হয়েছেন ২ ও ১৩ বছরের দুই শিশু।

স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরের কিংসেসিং এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি অস্ত্র। আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় দুই শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে- নিহতদের মধ্যে একজন কিশোর আছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে ৮টায় পুলিশ চেষ্টার অ্যাভিনিউ ও ৫৬তম স্ট্রিটে গোলাগুলির ঘটনা সম্পর্কে অবহিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোলাগুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যালিস্টিক ভেস্ট পরা ছিল। তার কাছে একটি রাইফেল এবং হ্যান্ডগান ছিল। আহতদের ওই এলাকার বিভিন্ন স্থানে পাওয়া গেছে।

ফিলাডেলফিয়া পুলিশ জানিয়ে, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফিলাডেলফিয়ায় হামলাটি মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন মারা যাওয়ার ঠিক একদিন পর ঘটেছে। ওই ঘটনায় আহত হয় ২৮ জন; যাদের প্রায় অর্ধেকই শিশু। পুলিশ এখনও সন্দেহভাজনকে ধরতে পারেনি।

এর আগে, স্থানীয় সময় গত রবিবার মধ্যরাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এই গুলির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে, যারা সম্প্রদায়ের বার্ষিক সমাবেশের সময় গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আরো ৯ জন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরো ২০ জন ভুক্তভোগীকে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য নিহত ব্যক্তিও একজন প্রাপ্তবয়স্ক ছিলেন। এ ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র : সিএনএন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

প্রকাশের সময় : ১২:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

২৪ ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলার দুটি ঘটনার ঘটেছে যুক্তরাষ্ট্রে। বাল্টিমোরের ব্লক পার্টিতে গোলাগুলির পর এবার ফিলাডেলফিয়ায় ঘটেছে একই ধরনের হামলা। কিংসেসিং এলাকায় সোমবার বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা সবাই পুরুষ। হামলায় আহত হয়েছেন ২ ও ১৩ বছরের দুই শিশু।

স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরের কিংসেসিং এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি অস্ত্র। আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় দুই শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে- নিহতদের মধ্যে একজন কিশোর আছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে ৮টায় পুলিশ চেষ্টার অ্যাভিনিউ ও ৫৬তম স্ট্রিটে গোলাগুলির ঘটনা সম্পর্কে অবহিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোলাগুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যালিস্টিক ভেস্ট পরা ছিল। তার কাছে একটি রাইফেল এবং হ্যান্ডগান ছিল। আহতদের ওই এলাকার বিভিন্ন স্থানে পাওয়া গেছে।

ফিলাডেলফিয়া পুলিশ জানিয়ে, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফিলাডেলফিয়ায় হামলাটি মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন মারা যাওয়ার ঠিক একদিন পর ঘটেছে। ওই ঘটনায় আহত হয় ২৮ জন; যাদের প্রায় অর্ধেকই শিশু। পুলিশ এখনও সন্দেহভাজনকে ধরতে পারেনি।

এর আগে, স্থানীয় সময় গত রবিবার মধ্যরাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এই গুলির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে, যারা সম্প্রদায়ের বার্ষিক সমাবেশের সময় গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আরো ৯ জন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরো ২০ জন ভুক্তভোগীকে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য নিহত ব্যক্তিও একজন প্রাপ্তবয়স্ক ছিলেন। এ ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র : সিএনএন।