আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক ব্যস্ত শপিংমলে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে অভিযুক্ত ওই বন্দুকধারীও নিহত হন।
স্থানীয় সময় শনিবার (৬ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক ব্যস্ত শপিংমলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পরে একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।
অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির জরুরি পরিষেবার কর্মকর্তারা বলেছেন, হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও আছে। তাদের দ্রুত ডালাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
শহরের ফায়ার চিফ জোনাথন বয়েড বলেন, বন্দুকধারীসহ সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুই জন পরে হাসপাতালে মারা যান। আহতদের শারীরিক কেমন ছিল তা তিনি জানাননি। তবে হামলায় আরও বেশি লোক আহত হতে পারেন বলে জানিয়েছেন তিনি।
অ্যালেন পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, একজন পুলিশ কর্মকর্তা বন্দুকের গুলির শব্দ শুনেছেন। সেখানে গিয়ে দেখেন ওই ব্যক্তি শপিংমলের বাইরে গুলি চালাচ্ছে। পরে পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনও সহায়তা দিতে প্রস্তুত আছে রাজ্য।
ঘটনাস্থলের ভিডিও থাকলে স্থানীয়দের এফবিআই এর সঙ্গে যোগাযোগ করতে বলেছে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বন্দুকধারীকে কালো পোশাক পরা পরিহিত বলে বর্ণনা করেছেন। একজন বলেন, শুরুতে দশবার গুলির শব্দ পেয়েছি। পরে আরও দশ থেকে পনেরোটি গুলি। লোকটি কালো পোশাক পরে ছিলেন। তিনি মানুষদের লক্ষ্য করে গুলি করছিলেন।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্দুক হামলাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
ফনটাইন পেটন নামের এক প্রত্যক্ষদর্শী এপি নিউজকে জানান, শপিংমলে তার কানে হেডফোন থাকার পরেও তিনি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।
তিনি বলেন, লোকজন যখন শপিংমল থেকে বের হয়ে যাচ্ছিল তখন তারা বাইরে বেশ কয়েকজনের মরদেহ দেখতে পান। তিনি বলেন, আমি প্রার্থনা করছিলাম যেন এর মধ্যে কোনো শিশু না থাকে। কিন্তু বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে বলে মনে হচ্ছে।
বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, এ বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৯৮টি গুলির ঘটনা ঘটেছে, যার প্রতিটিতে ৪ বা তার বেশি লোক নিহত বা আহত হয়েছেন।
এ সপ্তাহের শুরুর দিকে টেক্সাসে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যিনি ৯ বছর বয়সী এক শিশুসহ পাঁচ প্রতিবেশীকে গুলি করে হত্যা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা অনেকটা স্বাভাবিক রূপ নিয়েছে। প্রতি বছর এসব ঘটনায় শত শত মানুষের মৃত্যু হচ্ছে। এই ঘটনা থামাতে দেশটির বন্দুক আইন আরও কঠোর করার দাবি জানিয়ে আসছেন সাধারণ মার্কিনিরা।
এএফপি জানিয়েছে, ২০২১ সালে স্কুল, শপিংমল, হাসপাতাল, স্টেশন, বাস টার্মিনালসহ জনবহুল জায়গায় বন্দুকধারীদের হামলায় প্রাণ গিয়েছিল ৪৯ হাজার মানুষের। গত বছর যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল গুলিতে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে এখনও পর্যন্ত ২৭টি ছোট-বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সূত্র: আল-জাজিরা, বিবিসি, এএফপি।