Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসনের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। কিউই দলের একসময়কার নিয়মিত মুখ। তবে ইনজুরিতে দল থেকে ছিটকে পড়ার পর আর জায়গা করে নিতেন পারেননি তিনি। এবার আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন। তবে নিউজিল্যান্ডের হয়ে নয়, বরং যুক্তরাষ্ট্রের জার্সিতে দেখা যাবে তাকে।

আগামী মাসে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তাদের দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার।

২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দল যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলা। তবে তারা তা করতে পারেনি। তবে তখন থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করে যুক্তরাষ্ট্র।

নিউজিল্যান্ড দলে সুযোগ না পাওয়ায় কোরি অ্যান্ডারসনের স্ত্রী মেরি মার্গারেট যুক্তরাষ্ট্রের নাগরিক। যার সুবাদে অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রের নাগরিকতা পান এবং তাদের জাতীয় দলের খেলার সুযোগ হয়। এই সুযোগ কাজে লাগিয়ে এবার যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই সাবেক কিউই অলরাউন্ডারকে।

স্কোয়াডে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আধিপত্য বেশি। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ভারতীয়। সহ-অধিনায়ক অ্যারন জোনসের জন্ম বারবাডোজে। গজনন্দ সিং, জেসি সিং, সৌরভ নেটরাভেলকার, নিস্বর্গ প্যাটেল, হারমিট সিং, নস্তুষা প্রদীপ কেনজিগে, মিলিন্ড কুমার, নিতিশ কুমাররা ভারতীয়। উসমান রফিক পাকিস্তানের। আন্দ্রিয়েস গোউস ও সাদলি ফন শাল্কউইক দক্ষিণ আফ্রিকান। কেবল ৩০ বছরের স্টিভেন টেইলর মার্কিনি।

এদিকে নিউজিল্যান্ডের জার্সি গায়ে ছয় বছরে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে এবং ৩১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের দলে জায়গা হয়েছে ভারতের বেশকিছু ক্রিকেটারের। যাদের মধ্যে রয়েছেন হারমিত সিং। ২০১৩ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হয়ে এক মৌসুমে খেলেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড:

মোনাঙ্ক প্যানেল (অধিনায়ক), অ্যারন জোনস (সহ অধিনায়ক), কোরি এন্ডারসন, গজনন্দ সিং, জেসে সিং, সৌরভ নেটরাভেলকার, নিস্বর্গ প্যাটেল, স্টিভ টেইলর, আন্দ্রিয়াস গাউস, হারমিট সিং, সাদলি ফন শাল্কউইক, নস্টু কেনজিগে, মিলিন্ড কুমার, নিতিশ কুমার ও উসমান রফিক।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসনের

প্রকাশের সময় : ০৩:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। কিউই দলের একসময়কার নিয়মিত মুখ। তবে ইনজুরিতে দল থেকে ছিটকে পড়ার পর আর জায়গা করে নিতেন পারেননি তিনি। এবার আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন। তবে নিউজিল্যান্ডের হয়ে নয়, বরং যুক্তরাষ্ট্রের জার্সিতে দেখা যাবে তাকে।

আগামী মাসে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তাদের দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার।

২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দল যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলা। তবে তারা তা করতে পারেনি। তবে তখন থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করে যুক্তরাষ্ট্র।

নিউজিল্যান্ড দলে সুযোগ না পাওয়ায় কোরি অ্যান্ডারসনের স্ত্রী মেরি মার্গারেট যুক্তরাষ্ট্রের নাগরিক। যার সুবাদে অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রের নাগরিকতা পান এবং তাদের জাতীয় দলের খেলার সুযোগ হয়। এই সুযোগ কাজে লাগিয়ে এবার যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই সাবেক কিউই অলরাউন্ডারকে।

স্কোয়াডে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আধিপত্য বেশি। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ভারতীয়। সহ-অধিনায়ক অ্যারন জোনসের জন্ম বারবাডোজে। গজনন্দ সিং, জেসি সিং, সৌরভ নেটরাভেলকার, নিস্বর্গ প্যাটেল, হারমিট সিং, নস্তুষা প্রদীপ কেনজিগে, মিলিন্ড কুমার, নিতিশ কুমাররা ভারতীয়। উসমান রফিক পাকিস্তানের। আন্দ্রিয়েস গোউস ও সাদলি ফন শাল্কউইক দক্ষিণ আফ্রিকান। কেবল ৩০ বছরের স্টিভেন টেইলর মার্কিনি।

এদিকে নিউজিল্যান্ডের জার্সি গায়ে ছয় বছরে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে এবং ৩১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের দলে জায়গা হয়েছে ভারতের বেশকিছু ক্রিকেটারের। যাদের মধ্যে রয়েছেন হারমিত সিং। ২০১৩ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হয়ে এক মৌসুমে খেলেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড:

মোনাঙ্ক প্যানেল (অধিনায়ক), অ্যারন জোনস (সহ অধিনায়ক), কোরি এন্ডারসন, গজনন্দ সিং, জেসে সিং, সৌরভ নেটরাভেলকার, নিস্বর্গ প্যাটেল, স্টিভ টেইলর, আন্দ্রিয়াস গাউস, হারমিট সিং, সাদলি ফন শাল্কউইক, নস্টু কেনজিগে, মিলিন্ড কুমার, নিতিশ কুমার ও উসমান রফিক।