আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) লিসেস্টারশায়ারের হিঙ্কলিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে জড়িত ছিল একটি সিলভার বিএমডব্লিউ গাড়ি এবং একটি এইচজিভি লরি।
নিহত তিনজন হলেন আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তাঁর ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন।
একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তাঁর গর্ভপাত হয়েছে।
আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন। আলমগীর যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন, সেটির সঙ্গে মালবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই আলমগীর ও তাঁর ছেলে জাকির নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা।
জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন সাজু দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী বিএমডব্লিউ কারটি একটি লরি ধাক্কা দেয়।
আলমগীরের চাচা আহমদ মোসা বলেন, তাঁর ভাতিজা (আলমগীর) সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাঁদের জানায়নি পুলিশ। লাশ তিনটি এখনো পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।
জানা গেছে, আলমগীরের বাবার নাম আবদুল কালাম। বাড়ি হবিগঞ্জের জেলার নবীগঞ্জ উপজেলায়।
দ্য সানের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় লরির চালকের বড় কোনো ক্ষতি হয়নি। উদ্ধারকাজের সময় ওই রাস্তাটি বন্ধ রাখা হয়। এই ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছেন কর্মকর্তারা।