Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
হতাহতের খবর অজানা, বিমানবন্দর বন্ধ

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিধ্বস্ত হলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক : 

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই একটি বিচক্র্যাফট বি-২০০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে, যার ফলে বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। পুলিশ সদস্য এবং জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে কাজ করছেন এবং সাধারণ মানুষকে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।

বিচক্র্যাফট বি-২০০ একটি ছোট উড়োজাহাজ, যা ২ জন পাইলট এবং সর্বোচ্চ ৯ জন যাত্রী বহন করতে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে সম্পর্কে এসেক্স পুলিশ এখনো কোনো তথ্য জানায়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, রোববার বিকেল ৪টায় সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে বিমানটি রওনা হয়েছিল। কিন্তু ওড়ার পরমুহূর্তেই এটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণে আগুন ধরে যায়। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিস কর্মীবাহিনী পাঠিয়েছে। এসেক্সভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা দ্য ইস্ট অব ইংল্যান্ড জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ফ্লাইট্র্যাকিং বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি নেদারল্যান্ডভিত্তিক উড়োজাহাজ পরিষেবা সংস্থা জিউশ এভিয়েশনের ছিল। এটি সাধারণত অসুস্থ রোগীদের পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং এর ভেতরে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ছিল। দুর্ঘটনার পর সাউথএন্ড বিমানবন্দরের কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেফতার

হতাহতের খবর অজানা, বিমানবন্দর বন্ধ

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিধ্বস্ত হলো বিমান

প্রকাশের সময় : ১২:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই একটি বিচক্র্যাফট বি-২০০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে, যার ফলে বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। পুলিশ সদস্য এবং জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে কাজ করছেন এবং সাধারণ মানুষকে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।

বিচক্র্যাফট বি-২০০ একটি ছোট উড়োজাহাজ, যা ২ জন পাইলট এবং সর্বোচ্চ ৯ জন যাত্রী বহন করতে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে সম্পর্কে এসেক্স পুলিশ এখনো কোনো তথ্য জানায়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, রোববার বিকেল ৪টায় সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে বিমানটি রওনা হয়েছিল। কিন্তু ওড়ার পরমুহূর্তেই এটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণে আগুন ধরে যায়। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিস কর্মীবাহিনী পাঠিয়েছে। এসেক্সভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা দ্য ইস্ট অব ইংল্যান্ড জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ফ্লাইট্র্যাকিং বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি নেদারল্যান্ডভিত্তিক উড়োজাহাজ পরিষেবা সংস্থা জিউশ এভিয়েশনের ছিল। এটি সাধারণত অসুস্থ রোগীদের পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং এর ভেতরে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ছিল। দুর্ঘটনার পর সাউথএন্ড বিমানবন্দরের কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।