Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘যারা দেশে তাণ্ডব চালিয়েছে তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছিল বিএনপি ও জামায়াতের ক্যাডার’

নরসিংদী জেলা প্রতিনিধি : 

দেশে অরাজকতা বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, যারা দেশে তাণ্ডব চালিয়েছে তারা কখনো ছাত্র হতে পারেনা। তারা ছিল বিএনপি ও জামায়াত রাজাকারের দল। নৈরাজ্য করে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় শতকরা পাঁচ শতাংশ রাখার যে রায় হয়েছে সেটি মুক্তিযোদ্ধারা মেনে নিয়েছে।

বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তাদের কার্যকলাপে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রাণের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আঘাত করা হয়েছে। তারাই আঘাত করেছে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বিএনপি, জামায়াত, শিবির ও ছাত্রদলের ক্যাডার।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা সরকারকে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে।

জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল ( অবঃ) হেলাল মোর্শেদ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন ও জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠানসহ অন্যরা।

আলোচনা শেষে অতিথিগণ ভাঙচুরকৃত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ক্ষতিগ্রস্ত জেলখানা পরিদর্শন করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

‘যারা দেশে তাণ্ডব চালিয়েছে তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছিল বিএনপি ও জামায়াতের ক্যাডার’

প্রকাশের সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

নরসিংদী জেলা প্রতিনিধি : 

দেশে অরাজকতা বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, যারা দেশে তাণ্ডব চালিয়েছে তারা কখনো ছাত্র হতে পারেনা। তারা ছিল বিএনপি ও জামায়াত রাজাকারের দল। নৈরাজ্য করে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় শতকরা পাঁচ শতাংশ রাখার যে রায় হয়েছে সেটি মুক্তিযোদ্ধারা মেনে নিয়েছে।

বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তাদের কার্যকলাপে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রাণের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আঘাত করা হয়েছে। তারাই আঘাত করেছে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বিএনপি, জামায়াত, শিবির ও ছাত্রদলের ক্যাডার।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা সরকারকে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে।

জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল ( অবঃ) হেলাল মোর্শেদ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন ও জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠানসহ অন্যরা।

আলোচনা শেষে অতিথিগণ ভাঙচুরকৃত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ক্ষতিগ্রস্ত জেলখানা পরিদর্শন করেন।