Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পোড়ায় তাদের মনুষ্যত্ব নেই : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পোড়ায় তাদের মনুষ্যত্ব নেই। প্রকৃত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনা দেশের যে প্রান্তেই হোক না কেন সব একই রকম।

বুধবার (২০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে ১১তলা বিশিষ্ট রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ট্রেনে আগুন ধরিয়ে দিয়ে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের অবশ্যই বিচারের আনা উচিৎ। এ ব্যাপারে সরকার অবশ্যই শক্ত পদক্ষেপ নেবে। যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে সঠিক তদন্তের মাধ্যমে সরকার তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার উদ্যোগ নেবে।

প্রধান বিচারপতি বলেন, দুষ্কৃতিকারীদের বিচার সবাই তো সবসময় চাই। যারা দুষ্কৃতিকারী তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এটা মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা নয়। এটা পঞ্চগড় বা নোয়াখালী এক্সপ্রেসে হলেও দুষ্কৃতকারীদের বিচারের কথা বলা হতো।

সুপ্রিম কোর্টের জন্য ২৭৯ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে নতুন রেকর্ড ভবন নির্মাণ করা হচ্ছে। ১৭ তলা এই ভবনের ৩ তলা মাটির নিচে নির্মিত হবে এবং সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

এ সময় আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. ইকবাল কবীর, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ,স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার পরে রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই আগুনে পুড়ে মারা যান নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের শিশুসন্তান ইয়াসিন। এ ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। নিহত ওই দুই পুরুষের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পোড়ায় তাদের মনুষ্যত্ব নেই : প্রধান বিচারপতি

প্রকাশের সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পোড়ায় তাদের মনুষ্যত্ব নেই। প্রকৃত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনা দেশের যে প্রান্তেই হোক না কেন সব একই রকম।

বুধবার (২০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে ১১তলা বিশিষ্ট রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ট্রেনে আগুন ধরিয়ে দিয়ে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের অবশ্যই বিচারের আনা উচিৎ। এ ব্যাপারে সরকার অবশ্যই শক্ত পদক্ষেপ নেবে। যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে সঠিক তদন্তের মাধ্যমে সরকার তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার উদ্যোগ নেবে।

প্রধান বিচারপতি বলেন, দুষ্কৃতিকারীদের বিচার সবাই তো সবসময় চাই। যারা দুষ্কৃতিকারী তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এটা মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা নয়। এটা পঞ্চগড় বা নোয়াখালী এক্সপ্রেসে হলেও দুষ্কৃতকারীদের বিচারের কথা বলা হতো।

সুপ্রিম কোর্টের জন্য ২৭৯ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে নতুন রেকর্ড ভবন নির্মাণ করা হচ্ছে। ১৭ তলা এই ভবনের ৩ তলা মাটির নিচে নির্মিত হবে এবং সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

এ সময় আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. ইকবাল কবীর, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ,স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার পরে রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই আগুনে পুড়ে মারা যান নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের শিশুসন্তান ইয়াসিন। এ ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। নিহত ওই দুই পুরুষের পরিচয় এখনো শনাক্ত হয়নি।