Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে ৪০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : 

সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে সকালে মেট্রো ট্রেন ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েন মেট্রোরেলে নিয়মিত যাতায়াতকারীরাসহ অফিসগামী যাত্রীরা।

সোমাবার (৭ আগস্ট) সকালে মেট্রো ট্রেন চলাচলের পিক আওয়ারে এমন ঘটনা ঘটে। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। ছুটির দিন শুক্রবার ছাড়া মেট্রো ট্রেন প্রতিদিন সকাল ৮টায় চলাচল শুরু করলেও আজ ছেড়েছে সকাল ৮টা ৪০ মিনিটে।

সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর স্টেশনে ট্রেন পাওয়ার কথা। সে হিসেবে উভয়দিকে চারটি ট্রেন বিলম্বে এসেছে। এতে করে অফিসগামীদের ভিড় বেড়েছিল প্ল্যাটফর্মে। মেট্রোরেলের ভেতরটা ছিল কানায় কানায় পরিপূর্ণ।

আজাদ হোসেন বলেন, সকাল থেকেই দেখলাম ট্রেন বিলম্বে আসছে। কারণ কি সেটা জানতাম না। এরই মধ্যে অনেক মানুষ প্ল্যাটফর্মে চলে এসেছিল। প্রথম ট্রেনে অনেকটা ভিড় ছিল। এতে মনে হয়েছিল ঢাকা শহরে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যানবাহন।

মেট্রো ট্রেন ৪০ মিনিট বিলম্ব হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন। তিনি জানিয়েছেন, ট্র্যাকে সমস্যার হওয়ার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।

তিনি আরও জানান, প্রতিদিন রাতে মেট্রোরেল বন্ধ এবং সকালে চালু সময় সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। রোববার রাতেও বন্ধ করার সময় সেটি করা হয়েছিল। তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ জন্য মেট্রোরেল কিছু সময় বন্ধ ছিল। পরে দ্রুতই ত্রুটি সমাধান করে ফের মেট্রোরেল চালু করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

যান্ত্রিক ত্রুটিতে ৪০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল

প্রকাশের সময় : ০৪:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে সকালে মেট্রো ট্রেন ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েন মেট্রোরেলে নিয়মিত যাতায়াতকারীরাসহ অফিসগামী যাত্রীরা।

সোমাবার (৭ আগস্ট) সকালে মেট্রো ট্রেন চলাচলের পিক আওয়ারে এমন ঘটনা ঘটে। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। ছুটির দিন শুক্রবার ছাড়া মেট্রো ট্রেন প্রতিদিন সকাল ৮টায় চলাচল শুরু করলেও আজ ছেড়েছে সকাল ৮টা ৪০ মিনিটে।

সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর স্টেশনে ট্রেন পাওয়ার কথা। সে হিসেবে উভয়দিকে চারটি ট্রেন বিলম্বে এসেছে। এতে করে অফিসগামীদের ভিড় বেড়েছিল প্ল্যাটফর্মে। মেট্রোরেলের ভেতরটা ছিল কানায় কানায় পরিপূর্ণ।

আজাদ হোসেন বলেন, সকাল থেকেই দেখলাম ট্রেন বিলম্বে আসছে। কারণ কি সেটা জানতাম না। এরই মধ্যে অনেক মানুষ প্ল্যাটফর্মে চলে এসেছিল। প্রথম ট্রেনে অনেকটা ভিড় ছিল। এতে মনে হয়েছিল ঢাকা শহরে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যানবাহন।

মেট্রো ট্রেন ৪০ মিনিট বিলম্ব হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন। তিনি জানিয়েছেন, ট্র্যাকে সমস্যার হওয়ার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।

তিনি আরও জানান, প্রতিদিন রাতে মেট্রোরেল বন্ধ এবং সকালে চালু সময় সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। রোববার রাতেও বন্ধ করার সময় সেটি করা হয়েছিল। তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ জন্য মেট্রোরেল কিছু সময় বন্ধ ছিল। পরে দ্রুতই ত্রুটি সমাধান করে ফের মেট্রোরেল চালু করা হয়।