Dhaka বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর যাত্রাবাড়ীর থানার শনির আখড়া ধনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় মো. রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বাবার নাম বকুল মিয়া। থাকেন যাত্রাবাড়ী নয়ানগর এলাকায়। পূর্বে তিনি গাড়ি চালক ছিলেন। তবে বর্তমানে দেশের বাহিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ প্রসঙ্গে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম জানান, রাতে ধনিয়া কলেজের সামনের রাস্তায় হেঁটে পার হচ্ছিলেন ওই যুবক। তখন কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরও তাকে বাঁচানো যায়নি।

তিনি আরও জানান, কোন গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও সিসি ক্যামেরার সহায়তা নিয়ে গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন হাসিনা ট্রাইব্যুনালে সাক্ষীদের অভিযোগ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশের সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর যাত্রাবাড়ীর থানার শনির আখড়া ধনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় মো. রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বাবার নাম বকুল মিয়া। থাকেন যাত্রাবাড়ী নয়ানগর এলাকায়। পূর্বে তিনি গাড়ি চালক ছিলেন। তবে বর্তমানে দেশের বাহিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ প্রসঙ্গে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম জানান, রাতে ধনিয়া কলেজের সামনের রাস্তায় হেঁটে পার হচ্ছিলেন ওই যুবক। তখন কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরও তাকে বাঁচানো যায়নি।

তিনি আরও জানান, কোন গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও সিসি ক্যামেরার সহায়তা নিয়ে গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে।