নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর(ডিএনসি)।
সোমবার (৮ মে) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি রিভলভার, ২টা ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিক আসামিদের নাম পরিচয় জানানো হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সুব্রত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ মে) দুপুরের দিকে যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তথ্য ছিল আটক রতনের কাছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশির এক পর্যায়ে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা বিদেশে তৈরি দুটি রিভলবার, দুটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সুব্রত সরকার আরও বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল।