নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. সজিব (২০)।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৩।
সজিবের গ্রামের বাড়ী ময়মনসিংহের মুক্তাগাছার মালতীপুর গ্রামে। বাবার নাম ওমর ফারুক।
শুক্রবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি জানান, সজিবের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলাটি হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সজিব রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।