নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীতে ইলিশ পরিবহনের দুই বাসের চাপায় পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অজ্ঞাত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ইলিশ পরিবহনের দুই বাসের মাঝে পড়ে যান ওই যুবক। এ সময় ইলিশ পরিবহনের এক বাসের ধাক্কায় ভুক্তভোগী যুবক রাস্তায় পড়ে যান। পরে ইলিশ পরিবহনের আরেক বাস তাকে পিষে চলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা নিহতের নাম-পরিচয় জানতে পারিনি। যাত্রাবাড়ী থানা পুলিশ আমাকে দিয়ে ওই যুবককে ঢাকা মেডিকেলে পাঠায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।