Dhaka রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশীষ জোয়ারদার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আশীষ কাপড় ব্যবসায়ী ছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশীষ মাগুরা জেলার সদর উপজেলার পাতুড়িয়া গ্রামে অমল জোয়ারদারের ছেলে। কর্মসূত্রে যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় দোকানদার মাহমুদুর রহমান তুহিন জানান, রাতে যাত্রাবাড়ী আড়তের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে মানুষের ভিড় দেখতে পান তিনি। তখন এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছেন। ওই ব্যক্তিকে পূর্বপরিচিত হিসেবে চেনেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আশিষ জোয়াদ্দারের বাড়ি মাগুরা জেলায়। তিনি যাত্রাবাড়ী বিবির বাগিচা ১ নম্বর গেটে থাকতেন। যাত্রাবাড়ীসহ আশপাশে ৭-৮টি ভ্যান গাড়িতে করে জামাকাপড় বিক্রি হয়- এমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি।

মাহমুদুর রহমান তুহিন আরও জানান, গ্রাম থেকে শনিবার রাতেই ঢাকায় ফিরছিলেন আশিষ। তার কাছে কয়েকটি ব্যাগ ছিল। এগুলো দেখে ফ্লাইওভারের নিচে থাকা তিন থেকে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। কিন্তু আশিষ কোনোকিছু দিতে না চাইলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা আইফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছিনতাইকারীরা ওই যুবকের বুকে ছুরিকাঘাত করেছে এবং পরবর্তী তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। ছিনতাইকাররা তার সঙ্গে থাকে একটা আইফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে বলে তার পরিবার জানিয়েছে

এদিকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের ধাওয়ায় বাসের ধাক্কায় এক ছিনতাইকারী আহত হয়েছে। তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে পুলিশ পাহারায় ভর্তি আছে। তার অবস্থা গুরুতর। তার নাম পরিচয় জানা যায়নি বলে জানান এসআই।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং ঘটার বিস্তারিত তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ১২:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশীষ জোয়ারদার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আশীষ কাপড় ব্যবসায়ী ছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশীষ মাগুরা জেলার সদর উপজেলার পাতুড়িয়া গ্রামে অমল জোয়ারদারের ছেলে। কর্মসূত্রে যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় দোকানদার মাহমুদুর রহমান তুহিন জানান, রাতে যাত্রাবাড়ী আড়তের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে মানুষের ভিড় দেখতে পান তিনি। তখন এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছেন। ওই ব্যক্তিকে পূর্বপরিচিত হিসেবে চেনেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আশিষ জোয়াদ্দারের বাড়ি মাগুরা জেলায়। তিনি যাত্রাবাড়ী বিবির বাগিচা ১ নম্বর গেটে থাকতেন। যাত্রাবাড়ীসহ আশপাশে ৭-৮টি ভ্যান গাড়িতে করে জামাকাপড় বিক্রি হয়- এমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি।

মাহমুদুর রহমান তুহিন আরও জানান, গ্রাম থেকে শনিবার রাতেই ঢাকায় ফিরছিলেন আশিষ। তার কাছে কয়েকটি ব্যাগ ছিল। এগুলো দেখে ফ্লাইওভারের নিচে থাকা তিন থেকে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। কিন্তু আশিষ কোনোকিছু দিতে না চাইলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা আইফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছিনতাইকারীরা ওই যুবকের বুকে ছুরিকাঘাত করেছে এবং পরবর্তী তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। ছিনতাইকাররা তার সঙ্গে থাকে একটা আইফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে বলে তার পরিবার জানিয়েছে

এদিকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের ধাওয়ায় বাসের ধাক্কায় এক ছিনতাইকারী আহত হয়েছে। তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে পুলিশ পাহারায় ভর্তি আছে। তার অবস্থা গুরুতর। তার নাম পরিচয় জানা যায়নি বলে জানান এসআই।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং ঘটার বিস্তারিত তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।