যশোর জেলা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুলকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৫ নভেম্বর) ভোর রাতে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও দুটি বিস্ফোরক মামলা আছে।
মুন্নী ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের প্রয়াত বিএনপি নেতা নাজমুল ইসলামের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর সাবিরা সুলতানা মুন্নীর নেতৃত্বে ৪০-৫০ জন দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর তিন রাস্তার মোড়ে (ট্রাক টার্মিনাল) ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর ঝিকরগাছা থানায় মামলা হয়। মুন্নীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও দুটি বিস্ফোরক মামলা আছে।
এ বিষয়ে র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সাবিরা সুলতানা মুন্নী নামে ঝিকরগাছা থানার একটি নাশকতা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি যশোর পৌরশহরের ঘোপ জেল রোড এলাকায় আত্মগোপন আছেন। রোববার ভোরে যশোর র্যাব ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মুন্নীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ৩১ অক্টোবর সাবিরা সুলতানা মুন্নীর নেতৃত্বে ৪০-৫০ জন দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির উদ্দেশে যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর তিন রাস্তার মোড়ে (ট্রাক টার্মিনাল) ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর ঝিকরগাছা থানায় মামলা হয়।
যশোর জেলা প্রতিনিধি 























