যশোর জেলা প্রতিনিধি :
যশোর সদর উপজেলার লেবুতলায় বাসচাপায় ইজিবাইকের চালকসহ ৭ যাত্রী নিহত। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার লেবুতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭) ও একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি যাত্রী নিয়ে যশোর শহরের দিকে যাচ্ছিল। লেবুতলা এলাকায় পৌঁছালে মাগুরাগামী একটি বেপরোয় বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সেই পথে যাওয়া আরও একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ইজিবাইকের ৫ যাত্রী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক ইজিবাইকের যাত্রী মারা যান। এ সময় স্থানীয়রা আরও ৫ জনকে গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তবে তারা একই পরিবারের বলে জানা গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি। ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।