Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে।

মঙ্গবার (৩ জুন) বিকেলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার (১ জুন) দিনগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯টি যানবাহন পারাপার হয়েছে এসময়। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সেতুর ওপর দিয়ে সার্বক্ষণিক যানবাহন চলাচলের চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে সার্বক্ষণিক সিভি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

প্রকাশের সময় : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে।

মঙ্গবার (৩ জুন) বিকেলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার (১ জুন) দিনগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯টি যানবাহন পারাপার হয়েছে এসময়। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সেতুর ওপর দিয়ে সার্বক্ষণিক যানবাহন চলাচলের চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে সার্বক্ষণিক সিভি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে।