Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চলবে ৮টি বিশেষ ট্রেন

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। ওই দিন উপলক্ষে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে মোট আটটি বিশেষ ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বাংলাদেশ রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনন্ডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, প্রধানমন্ত্রীর সফরে শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের একটি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীরা এবং সাধারন মানুষ যেন ওই সমাবেশে নির্বিঘ্নে যোগ দিতে পারেন সে লক্ষ্যেই বিশেষ ট্রেন চালু করা হচ্ছে।

এই বিশেষ আট ট্রেন গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার (জামালপুর)-ময়মনসিংহ, নেত্রকোনা- ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ এসকল রুটে চলাচল করবে।

নাজমুল হক বলেন, বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনন্ডেন্ট(পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আটটি বিশেষ ট্রেন চলাচলের বিষয়টি জানানো হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনন্ডেন্ট মো. নাজমুল হক খান গণমাধ্যমকে জানান, সকাল ৮টা থেকে ১০টার মধ্যে নির্ধারিত স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সমাবেশ শেষে সন্ধ্যা থেকে আবার ট্রেনগুলো ময়মনসিংহ থেকে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাবে।

ওই দিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১, ২ ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে। মূলত এই ট্রেনগুলোর রেক দিয়েই বিশেষ এই ট্রেন সার্ভিস চলবে। তাই একদিনের জন্য উপরোক্ত ট্রেনগুলো বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। দলীয়ভাবে সড়ক পথে নেতা–কর্মীদের আসা–যাওয়ার জন্য ইতিমধ্যে বাস ভাড়া করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে নগরের বিভিন্ন সড়ক নেতা-কর্মীদের শুভেচ্ছাসংবলিত পোস্টার আর ব্যানারে ছেঁয়ে গেছে। জনসভায় যোগদানের জন্য ময়মনসিংহ নগরে চলছে মাইকিং ও বিভিন্ন ধরনের প্রচারণা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চলবে ৮টি বিশেষ ট্রেন

প্রকাশের সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

ময়মনসিংহ প্রতিনিধি : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। ওই দিন উপলক্ষে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে মোট আটটি বিশেষ ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বাংলাদেশ রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনন্ডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, প্রধানমন্ত্রীর সফরে শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের একটি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীরা এবং সাধারন মানুষ যেন ওই সমাবেশে নির্বিঘ্নে যোগ দিতে পারেন সে লক্ষ্যেই বিশেষ ট্রেন চালু করা হচ্ছে।

এই বিশেষ আট ট্রেন গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার (জামালপুর)-ময়মনসিংহ, নেত্রকোনা- ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ এসকল রুটে চলাচল করবে।

নাজমুল হক বলেন, বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনন্ডেন্ট(পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আটটি বিশেষ ট্রেন চলাচলের বিষয়টি জানানো হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনন্ডেন্ট মো. নাজমুল হক খান গণমাধ্যমকে জানান, সকাল ৮টা থেকে ১০টার মধ্যে নির্ধারিত স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সমাবেশ শেষে সন্ধ্যা থেকে আবার ট্রেনগুলো ময়মনসিংহ থেকে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাবে।

ওই দিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১, ২ ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে। মূলত এই ট্রেনগুলোর রেক দিয়েই বিশেষ এই ট্রেন সার্ভিস চলবে। তাই একদিনের জন্য উপরোক্ত ট্রেনগুলো বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। দলীয়ভাবে সড়ক পথে নেতা–কর্মীদের আসা–যাওয়ার জন্য ইতিমধ্যে বাস ভাড়া করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে নগরের বিভিন্ন সড়ক নেতা-কর্মীদের শুভেচ্ছাসংবলিত পোস্টার আর ব্যানারে ছেঁয়ে গেছে। জনসভায় যোগদানের জন্য ময়মনসিংহ নগরে চলছে মাইকিং ও বিভিন্ন ধরনের প্রচারণা।