Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ম্যান সিটিকে টপকে রাজস্ব আয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ১৮৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

গত মৌসুমে মাঠের খেলায় মন কাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে আয়ের খেলায় ঠিকই সবাইকে ছাড়িয়ে গেছে। ফুটবলের ক্লাবগুলির আয়ের র‌্যাঙ্কিং ‘ডিলোইট মানি লিগ’ অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব আয় করা ক্লাব রিয়াল মাদ্রিদ। পেছনে ফেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে।

২০২২-২৩ মৌসুমে বিশ্বের সবেচেয়ে বেশি রাজস্ব আয় করা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমের পর এই প্রথম আয়ে শীর্ষ উঠল স্পেনের ক্লাবটি।

ইংল্যান্ডের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান ডেলয়েট ফুটবল মানি লিগের এই হিসেব দিয়ে থাকে। এবার রেকর্ড রাজস্ব আয় করে ডেলয়েটের ফিন্যান্সিয়াল র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠেছে রিয়াল। তাদের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৮৩২ মিলিয়ন ইউরো (প্রায় ৯ হাজার ৯৪৫ কোটি ১ লাখ টাকা), যা গত বছরের চেয়ে ১১৮ মিলিয়ন বেশি।

যদিও গত মৌসুমে লা লিগা জেতা হয়নি রিয়ালের। মৌসুম শেষ করেছিল চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছিল ম্যানচেস্টার সিটির কাছে। তারপরও রিয়ালের রাজস্ব বাড়ার কারণ—শক্তিশালী পারফরম্যান্স ধরে রাখা, কভিড-১৯ মহামারির পর স্টেডিয়ামে আগের চেয়ে বেশি দর্শকদের উপস্থিতি ও স্পন্সরশিপ থেকে আয়।

গত মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর প্রথমবার জিতেছে চ্যাম্পিয়নস লিগও। তারপররও ২০২৪ সালের মানি লিগে তারা নেমে গেছে দুইয়ে। শীর্ষস্থান হারালেও অবশ্য আয় বেড়েছে সিটির। সম্প্রচার সত্ত্ব, বাণিজ্যিক রাজস্ব থেকে তাদের আয় বেড়েছে ২৬ মিলিয়ন ইউরো। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮২৬ মিলিয়ন ইউরো রাজস্ব দাঁড়িয়েছে সিটির।

৮০২ মিলিয়ন ইউরো রাজস্ব নিয়ে প্রথমবার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজি। বার্সেলোনা আছে চারে। তাদের রাজস্ব আয় ৮০০ মিলিয়ন ইউরো। মার্চেন্ডাইজিং ও সমর্থকদের স্টেডিয়ামে ফেরা থেকে রেকর্ড আয়ে সাত থেকে চারে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।

ইউরোপিয়ান ক্লাবগুলোর বড় আয় এসেছে মূলত বাণিজ্যিক জায়গা থেকে। কভিডের প্রভাবে ২০১৯-২০ মৌসুমের পর যা প্রথমবারের মতো ২০১৫-১৬ মৌসুমে পর মানি লিগে দলগুলোর উত্থান-পতনের ক্ষেত্রে বড় প্রভাব রেখেছে। ২০ ক্লাবের মধ্যে ১৭টি ক্লাবের রাজস্ব বেড়েছে বাণিজ্যিক জায়গা থেকে। এ ব্যাপারে ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের ফিন্যান্সিয়াল বিশেষজ্ঞ টিম ব্রিজ বলেছেন, ‘চলমান ফুটবল শিল্পের জন্য মানি লিগে আরেকটি রেকর্ড ভাঙা বছর।’

মানি লিগের শীর্ষ ১০

বর্তমান রাজস্ব আয় (ইউরো)গত বছরের রাজস্ব আয় (ইউরো)

রিয়াল মাদ্রিদ (২) ৮৩১.৪ ৭১৩.৭

ম্যানচেস্টার সিটি (১) ৮২৫.৯ ৭৩১

পিএসজি (৫) ৮০১.৮ ৬৫৪.২

বার্সেলোনা (৭)৮০০.১৬৩৮.২

ম্যানচেস্টার ইউনাইটেড (৪) ৭৪৫.৮ ৬৮৮.৬

বায়ার্ন মিউনিখ (৬) ৭৪৪.০ ৬৫৩.৬

লিভারপুল (৩) ৬৮২.৯ ৭০১.৮

টটেনহাম (৯) ৬৩১.৫ ৫২২.৯

চেলসি (৮) ৫৮৯.৪ ৫৬৮.৩

আর্সেনাল (১০) ৫৩২.৬ ৪৩৩.৫

জনপ্রিয় খবর

আবহাওয়া

মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না : রিজওয়ানা হাসান

ম্যান সিটিকে টপকে রাজস্ব আয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশের সময় : ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

গত মৌসুমে মাঠের খেলায় মন কাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে আয়ের খেলায় ঠিকই সবাইকে ছাড়িয়ে গেছে। ফুটবলের ক্লাবগুলির আয়ের র‌্যাঙ্কিং ‘ডিলোইট মানি লিগ’ অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব আয় করা ক্লাব রিয়াল মাদ্রিদ। পেছনে ফেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে।

২০২২-২৩ মৌসুমে বিশ্বের সবেচেয়ে বেশি রাজস্ব আয় করা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমের পর এই প্রথম আয়ে শীর্ষ উঠল স্পেনের ক্লাবটি।

ইংল্যান্ডের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান ডেলয়েট ফুটবল মানি লিগের এই হিসেব দিয়ে থাকে। এবার রেকর্ড রাজস্ব আয় করে ডেলয়েটের ফিন্যান্সিয়াল র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠেছে রিয়াল। তাদের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৮৩২ মিলিয়ন ইউরো (প্রায় ৯ হাজার ৯৪৫ কোটি ১ লাখ টাকা), যা গত বছরের চেয়ে ১১৮ মিলিয়ন বেশি।

যদিও গত মৌসুমে লা লিগা জেতা হয়নি রিয়ালের। মৌসুম শেষ করেছিল চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছিল ম্যানচেস্টার সিটির কাছে। তারপরও রিয়ালের রাজস্ব বাড়ার কারণ—শক্তিশালী পারফরম্যান্স ধরে রাখা, কভিড-১৯ মহামারির পর স্টেডিয়ামে আগের চেয়ে বেশি দর্শকদের উপস্থিতি ও স্পন্সরশিপ থেকে আয়।

গত মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর প্রথমবার জিতেছে চ্যাম্পিয়নস লিগও। তারপররও ২০২৪ সালের মানি লিগে তারা নেমে গেছে দুইয়ে। শীর্ষস্থান হারালেও অবশ্য আয় বেড়েছে সিটির। সম্প্রচার সত্ত্ব, বাণিজ্যিক রাজস্ব থেকে তাদের আয় বেড়েছে ২৬ মিলিয়ন ইউরো। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮২৬ মিলিয়ন ইউরো রাজস্ব দাঁড়িয়েছে সিটির।

৮০২ মিলিয়ন ইউরো রাজস্ব নিয়ে প্রথমবার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজি। বার্সেলোনা আছে চারে। তাদের রাজস্ব আয় ৮০০ মিলিয়ন ইউরো। মার্চেন্ডাইজিং ও সমর্থকদের স্টেডিয়ামে ফেরা থেকে রেকর্ড আয়ে সাত থেকে চারে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।

ইউরোপিয়ান ক্লাবগুলোর বড় আয় এসেছে মূলত বাণিজ্যিক জায়গা থেকে। কভিডের প্রভাবে ২০১৯-২০ মৌসুমের পর যা প্রথমবারের মতো ২০১৫-১৬ মৌসুমে পর মানি লিগে দলগুলোর উত্থান-পতনের ক্ষেত্রে বড় প্রভাব রেখেছে। ২০ ক্লাবের মধ্যে ১৭টি ক্লাবের রাজস্ব বেড়েছে বাণিজ্যিক জায়গা থেকে। এ ব্যাপারে ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের ফিন্যান্সিয়াল বিশেষজ্ঞ টিম ব্রিজ বলেছেন, ‘চলমান ফুটবল শিল্পের জন্য মানি লিগে আরেকটি রেকর্ড ভাঙা বছর।’

মানি লিগের শীর্ষ ১০

বর্তমান রাজস্ব আয় (ইউরো)গত বছরের রাজস্ব আয় (ইউরো)

রিয়াল মাদ্রিদ (২) ৮৩১.৪ ৭১৩.৭

ম্যানচেস্টার সিটি (১) ৮২৫.৯ ৭৩১

পিএসজি (৫) ৮০১.৮ ৬৫৪.২

বার্সেলোনা (৭)৮০০.১৬৩৮.২

ম্যানচেস্টার ইউনাইটেড (৪) ৭৪৫.৮ ৬৮৮.৬

বায়ার্ন মিউনিখ (৬) ৭৪৪.০ ৬৫৩.৬

লিভারপুল (৩) ৬৮২.৯ ৭০১.৮

টটেনহাম (৯) ৬৩১.৫ ৫২২.৯

চেলসি (৮) ৫৮৯.৪ ৫৬৮.৩

আর্সেনাল (১০) ৫৩২.৬ ৪৩৩.৫