Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানসিটিতে আরো ১০ বছর হালান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ২২৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশাল এক চুক্তি করে ফেললেন আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ বছরের চুক্তি হয়েছে নরওয়েজিয়ান স্ট্রাইকারের। ২০৩৪ সাল পর্যন্ত তাকে রেখে দিলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।

আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। সিটিতে যোগ দিয়ে আড়াই বছরেই গোলমেশিনে পরিণত হয়েছেন হাল্যান্ড।

নতুন চুক্তি অনুযায়ী ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ক্লাবে কাটাতে চলেছেন হাল্যান্ড। তার ৩৪তম জন্মদিনের সময় শেষ হবে এই চুক্তি।

অতীতে হলান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল স্পেনের দুই বড় ক্লাব রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই গুঞ্জন ছিল, ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমাতে পারেন তিনি। নতুন চুক্তিতে সেই আলোচনার ইতি ঘটল।

সিটির সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে পেরে যেন আনন্দের শেষ নেই হলান্ডের। আরও সাফল্য অর্জনে ক্লাবকে সাহায্য করে যেতে চান তিনি।

“নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।”

“পেপ (গুয়ার্দিওলা), তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে। তারা ক্লাবটিকে এমন একটি বিশেষ জায়গা তৈরি করেছে, এখন যাই হোক না কেন আমি নিজেও সিটি। আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই, আরও ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা করতে চাই।”

সিটিতে যোগ দেওয়ার পর থেকেই দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন হলান্ড। প্রথম দুই মৌসুমে দলটির হয়ে গোলের স্রোত বইয়ে দেওয়ার এবং অনেক রেকর্ড গড়ার পর, এবার কিছুটা ছন্দহীনতায় ভুগছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন হলান্ড। সতীর্থের ১৫টি গোলে রেখেছেন অবদান। ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লিগ শিরোপাসহ জিতেছেন আরও কিছু ট্রফি।

আগের চুক্তি অনুযায়ী হালান্ড প্রতি সপ্তাহে পৌনে চার লাখ পাউন্ড বেতন পেতেন। একাধিক বড় ধরনের প্রায় নিশ্চিত বোনাসের কারণে তার সাপ্তাহিক আয় সাড়ে আট লাখ পাউন্ডের বেশি পরিমাণে পৌঁছে যায়। এবার সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ম্যানসিটিতে আরো ১০ বছর হালান্ড

প্রকাশের সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বিশাল এক চুক্তি করে ফেললেন আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ বছরের চুক্তি হয়েছে নরওয়েজিয়ান স্ট্রাইকারের। ২০৩৪ সাল পর্যন্ত তাকে রেখে দিলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।

আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। সিটিতে যোগ দিয়ে আড়াই বছরেই গোলমেশিনে পরিণত হয়েছেন হাল্যান্ড।

নতুন চুক্তি অনুযায়ী ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ক্লাবে কাটাতে চলেছেন হাল্যান্ড। তার ৩৪তম জন্মদিনের সময় শেষ হবে এই চুক্তি।

অতীতে হলান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল স্পেনের দুই বড় ক্লাব রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই গুঞ্জন ছিল, ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমাতে পারেন তিনি। নতুন চুক্তিতে সেই আলোচনার ইতি ঘটল।

সিটির সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে পেরে যেন আনন্দের শেষ নেই হলান্ডের। আরও সাফল্য অর্জনে ক্লাবকে সাহায্য করে যেতে চান তিনি।

“নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।”

“পেপ (গুয়ার্দিওলা), তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে। তারা ক্লাবটিকে এমন একটি বিশেষ জায়গা তৈরি করেছে, এখন যাই হোক না কেন আমি নিজেও সিটি। আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই, আরও ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা করতে চাই।”

সিটিতে যোগ দেওয়ার পর থেকেই দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন হলান্ড। প্রথম দুই মৌসুমে দলটির হয়ে গোলের স্রোত বইয়ে দেওয়ার এবং অনেক রেকর্ড গড়ার পর, এবার কিছুটা ছন্দহীনতায় ভুগছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন হলান্ড। সতীর্থের ১৫টি গোলে রেখেছেন অবদান। ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লিগ শিরোপাসহ জিতেছেন আরও কিছু ট্রফি।

আগের চুক্তি অনুযায়ী হালান্ড প্রতি সপ্তাহে পৌনে চার লাখ পাউন্ড বেতন পেতেন। একাধিক বড় ধরনের প্রায় নিশ্চিত বোনাসের কারণে তার সাপ্তাহিক আয় সাড়ে আট লাখ পাউন্ডের বেশি পরিমাণে পৌঁছে যায়। এবার সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা।