Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ২৫ দিন আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে শেকলে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণ ও ভিডিও ধারণ করার অপরাধে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ২৩ বছর বয়সী তরুণী রোবরার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় কথিত প্রেমিকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তাররা হলেন- তরুণীর প্রেমিক সান (২৬), তার দুই বন্ধু হিমেল (২৭) ও রকি (২৯)। অপরজন সহায়তাকারী নারী সালমা ওরফে ঝুমুর (২৮)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক। তিনি বলেন, ফোন পেয়ে নবীনগর হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করেছেন। ধর্ষণ ও ভিডিও ধারণ করার অপরাধে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

পুলিশ জানায়, টানা ২৫ দিন একটি ফ্ল্যাটে ওই তরুণীকে বেঁধে রেখে ধর্ষণ করেন প্রেমিক ও তার দুই বন্ধু। এতে সহায়তা করেন অপর এক নারী। মামলায় ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগও আনা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১ এপ্রিল) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোহাম্মদপুরে ২৫ দিন আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে শেকলে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণ ও ভিডিও ধারণ করার অপরাধে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ২৩ বছর বয়সী তরুণী রোবরার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় কথিত প্রেমিকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তাররা হলেন- তরুণীর প্রেমিক সান (২৬), তার দুই বন্ধু হিমেল (২৭) ও রকি (২৯)। অপরজন সহায়তাকারী নারী সালমা ওরফে ঝুমুর (২৮)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক। তিনি বলেন, ফোন পেয়ে নবীনগর হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করেছেন। ধর্ষণ ও ভিডিও ধারণ করার অপরাধে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

পুলিশ জানায়, টানা ২৫ দিন একটি ফ্ল্যাটে ওই তরুণীকে বেঁধে রেখে ধর্ষণ করেন প্রেমিক ও তার দুই বন্ধু। এতে সহায়তা করেন অপর এক নারী। মামলায় ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগও আনা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১ এপ্রিল) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।