নিজস্ব প্রতিবেদক :
অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বৈধ গ্রাহকদের কাছে বিপুল পরিমাণ গ্যাস বিল বকেয়া থাকার কারণে রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
সোমবার (১৫ মে) রাতে তিতাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বৈধ গ্রাহকগণের নিকট বিপুল পরিমাণ গ্যাস বিল বকেয়ার কারণে ১৫ মে তারিখ থেকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, একতা হাউজিং এবং তুরাগ হাউজিং এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে কত সময় অবধি এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানায়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ।