Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোহামেডানকে হারিয়ে সুপার লিগে দ্বিতীয় জয় প্রাইম ব্যাংকের

স্পোর্টস ডেস্ক : 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে বুধবার (১০ মে) মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক। মিরপুর শেরে-ই-বাংলায় সাদা-কালোদের ৬ উইকেটে হারিয়ে সুপার লিগে দ্বিতীয় জয়ের স্বাদ পেলো মোহাম্মদ মিঠুনের প্রাইম ব্যাংক।

প্রথম ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের দল সংগ্রহ করে মোটে ১০৯ রান। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯.১ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ মিঠুনের দল।

ছোট রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় প্রাইম ব্যাংক। জাকির হাসান ও শাহাদাৎ হোসেন দিপু মিলে সংগ্রহ করেন ৫০ রান। এরপর অবশ্য ব্যক্তিগত ৩০ রানে থাকা দিপুকে ফেরান নাজমুল হোসেন অপু। দিপু সাজঘরে ফিরলে মিঠুনকে নিয়ে এগোতে থাকেন জাকির। তবে আবারও প্রাইম ব্যাংক শিবিরে আঘাত হানেন অপু। ১৯ রানে থাকা জাকিরকে ফেরান এই বোলার। এরপর দলের হাল ধরেন প্রান্তিক নওরোজ ও মিঠুন।

এই দুই ব্যাটার মিলে দলকে একশ’র গণ্ডি পার করান। তবে জয় থেকে খানিক দূরে থাকাকালীন ফিরে যান দুজনই। নাবিল ৩০ এবং মিঠুন ১৬-তে কাটা পড়েন। পরবর্তীতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নাসির হোসেন (১০*) এবং আল আমিন জুনিয়র (২*)। মোহামেডানের হয়ে অপু সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাটিং করে ২৭ ওভার ৩ বল খেলে মোহামেডান ১০৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও রুবেল মিয়া মিলে যোগ করেন ৩৭ রান। কাশিফ ভাট্টির বলে শেখ মেহেদির হাতে ক্যাচ দিয়ে ১৬ রানে ফেরেন ইমরুল। এরপর রানের খাতা না খুলেই ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে আব্দুল মজিদ ও শুভাগত হোম মিল চেষ্টা করেন দলকে বড় রান এনে দিতে। তবে দলীয় ৬৫ রানে বিদায় নেন মজিদ।

এরপর ৭৩ রানের মধ্যে আরও ৩ ব্যাটারকে হারিয়ে দলীয় রান একশ পার করা নিয়ে শঙ্কা ছিল। তবে মুশফিক হাসান, খালেদ আহমেদ ও নাজমুল অপুর চেষ্টায় ১০০ পার করে ১০৯ এ অলআউট হয় মোহামেডান। কাশিফ ভাট্টি ৪৪ রান দিয়ে নেন ৪ উইকেট।

রবিন লিগ ও সুপার লিগ মিলে ১৫ নম্বর খেলায় প্রাইম ব্যাংকের এটা অষ্টম জয়। মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যদের পয়েন্ট ১৬। আর সমান খেলায় সপ্তম পরাজয়ে মোহামেডানের পয়েন্ট ১৫।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে : নাহিদ ইসলাম

মোহামেডানকে হারিয়ে সুপার লিগে দ্বিতীয় জয় প্রাইম ব্যাংকের

প্রকাশের সময় : ০৪:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে বুধবার (১০ মে) মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক। মিরপুর শেরে-ই-বাংলায় সাদা-কালোদের ৬ উইকেটে হারিয়ে সুপার লিগে দ্বিতীয় জয়ের স্বাদ পেলো মোহাম্মদ মিঠুনের প্রাইম ব্যাংক।

প্রথম ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের দল সংগ্রহ করে মোটে ১০৯ রান। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯.১ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ মিঠুনের দল।

ছোট রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় প্রাইম ব্যাংক। জাকির হাসান ও শাহাদাৎ হোসেন দিপু মিলে সংগ্রহ করেন ৫০ রান। এরপর অবশ্য ব্যক্তিগত ৩০ রানে থাকা দিপুকে ফেরান নাজমুল হোসেন অপু। দিপু সাজঘরে ফিরলে মিঠুনকে নিয়ে এগোতে থাকেন জাকির। তবে আবারও প্রাইম ব্যাংক শিবিরে আঘাত হানেন অপু। ১৯ রানে থাকা জাকিরকে ফেরান এই বোলার। এরপর দলের হাল ধরেন প্রান্তিক নওরোজ ও মিঠুন।

এই দুই ব্যাটার মিলে দলকে একশ’র গণ্ডি পার করান। তবে জয় থেকে খানিক দূরে থাকাকালীন ফিরে যান দুজনই। নাবিল ৩০ এবং মিঠুন ১৬-তে কাটা পড়েন। পরবর্তীতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নাসির হোসেন (১০*) এবং আল আমিন জুনিয়র (২*)। মোহামেডানের হয়ে অপু সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাটিং করে ২৭ ওভার ৩ বল খেলে মোহামেডান ১০৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও রুবেল মিয়া মিলে যোগ করেন ৩৭ রান। কাশিফ ভাট্টির বলে শেখ মেহেদির হাতে ক্যাচ দিয়ে ১৬ রানে ফেরেন ইমরুল। এরপর রানের খাতা না খুলেই ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে আব্দুল মজিদ ও শুভাগত হোম মিল চেষ্টা করেন দলকে বড় রান এনে দিতে। তবে দলীয় ৬৫ রানে বিদায় নেন মজিদ।

এরপর ৭৩ রানের মধ্যে আরও ৩ ব্যাটারকে হারিয়ে দলীয় রান একশ পার করা নিয়ে শঙ্কা ছিল। তবে মুশফিক হাসান, খালেদ আহমেদ ও নাজমুল অপুর চেষ্টায় ১০০ পার করে ১০৯ এ অলআউট হয় মোহামেডান। কাশিফ ভাট্টি ৪৪ রান দিয়ে নেন ৪ উইকেট।

রবিন লিগ ও সুপার লিগ মিলে ১৫ নম্বর খেলায় প্রাইম ব্যাংকের এটা অষ্টম জয়। মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যদের পয়েন্ট ১৬। আর সমান খেলায় সপ্তম পরাজয়ে মোহামেডানের পয়েন্ট ১৫।